জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের বাবা বনি কাপুরের সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী। মাসখানেক আগে ‘দ্যা কাপিল শর্মা শো’তে নিজেদের ছবি ‘মিলি’র প্রচারে এসেছিলেন বনি কাপুর ও জাহ্নবী কাপুর।
সেখানেই কথায় কথায় পরিচালক সকলের সামনে নিজের মেয়ের বেডরুম রহস্য ফাঁস করেন। খুব স্বাভাবিকভাবেই যার সূত্র ধরে সকলের সামনে বেশ কিছুটা অপ্রস্তুতিতে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী নিজেও। এই মুহূর্তে সেই প্রসঙ্গই আবারো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে একাংশের মাঝে। হাসছে, নেটনাগরিকদের একাংশও। তার ভাগ্য ভালো অন্তত বাথরুমে ফ্যাসটা নিজে করেন তিনি। আর বনি কাপুরের এই কথা শুনে বাবা বলে চিৎকার করে ওঠেন অভিনেত্রী।
আর সেইসময় সকলের সামনে কিছুটা হলেও অপ্রস্তুতির মধ্যে পড়ে গিয়েছিলেন জাহ্নবী কাপুর, সেকথা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তার মুখের ভাব ভঙ্গিতেই অপ্রস্তুতির ছাপ স্পষ্ট ছিল। তাদের এই খুনসুটির সম্পর্ক দেখে হাসিতে ফেটে পড়েন সকলেই। হাসতে থাকেন জাহ্নবীর পাশাপাশি বনি কাপুরও।