জানেন ক্যাটরিনা কাইফের আসল নাম কী?

ক্যাটরিনা কাই বলিউডের এই প্রথম সারির নায়িকার বিয়ে নিয়ে আলোচনা শেষ নেই। আগামী বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়বেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

যদিও এই বিয়েকে পুরোপুরি ব্যক্তিগত অনুষ্ঠান রাখতে বদ্ধপরিকর ক্যটরিনা ও ভিকি। কিন্তু তাঁদের বিয়ের অনুষ্ঠানের দিকে তাকিয়ে সকলেই। বিগত একমাস ধরেই তাঁদের বিয়ে নিয়ে উত্তেজনার শেষ নেই। ক্যাটরিনা ভারতে তাঁর কেরিয়ার তৈরি করলেও জন্মগত পরিচয়ে তিনি ব্রিটিশ।

হংকংয়ে জন্মগ্রহণ করেছিলেন ক্যাটরিনা। তাঁর মা ব্রিটিশ আইনজীবী ও বাবা জন্মসূত্রে কাশ্মীরি। ক্যাটরিনার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর ক্যাটরিনা সহ সাত সন্তানকে রেখে।

আমেরিকা চলে গিয়েছিলেন ক্যাটরিনার বাবা। তখন থেকে মা সুজেন টারকোয়েট একা হাতেই মানুষ করেছেন তাঁদের। তাই বাবার পদবী ছেড়ে মায়ের পদবীই ব্যবহার করতেন ক্যাটরিনা। তাঁর নাম ছিল ক্যাটরিনা টারকোয়েট মা সমাজসেবার।

সঙ্গে যুক্ত ছিলেন তাই মায়ের কাজের সূত্রে ছোটবেলায় একাধিক দেশে বসবাস করেছেন ক্যাট। হংকং, চিন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোলান্ড, বেলজিয়াম, হাওয়াই এবং মুম্বইয়ে আসারা আগে শেষ তিনবছর লন্ডনে থাকতেন ক্যাটরিনা। হোম স্কুলিংয়ের মাধ্যমেই পড়াশোনা করেছেন ক্যাট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *