ঠিক যেন এক রূপকথা। বলিউড-টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় তারকাদের জীবনের নানা রূপকথা। জানা যায়, নিত্যনতুন কোন নায়িকা কার প্রেমে পড়লেন আবার কার কার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। তেমনি গত বছর প্রায় সময়েই খবরের শীর্ষে থাকতো গায়িকা নেহা কক্করের লাভ সম্পর্ক।
হ্যাঁ, শোনা গিয়েছিল অনেকের সঙ্গেই তিনি রিলেশনে জড়িয়েছিলেন তিনি কিন্তু শেষ মুহূর্তে সেরা গোল তিনিই হাকিযেছিলেন। আচমকাই শোনা যায়, পাঞ্জাব গায়ক রোহনপ্রীতকে বিয়ে করে নিয়েছেন তিনি।
গতবছরের করোনা আবহেই নেহার রাজকীয় বিয়ের একাধিক ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে ৩২ বছরের এই গায়িকার জীবনসাথী তাঁর থেকে ৭ বছরের ছোট। তা হোক না, প্রেম কি বাধা মানে! বয়স মানে! গত বছর ২৪ অক্টোবর দুপুরে দিল্লির এক গুরদ্বারে শিখ রীতি মেনে বিয়ে করেন এই জুটি। আর সেইদিন রাতেই আবার হিন্দু মতে বিয়ের আসর বসে নেহার।
আর দেখতে দেখতে সেই বিয়ের এক বছরও ঘুরছে তাঁদের। সেদিন নিজের পরিবারের সঙ্গেই বিবাহবার্ষিকী উদযাপন করতে দেখা গিয়েছিল এই তারকা গায়ক দম্পতিকে। তার পরেই তাঁরা ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলেন প্যারিস।
এখন বোধ হয় প্যারিসেই আছেন নেহা কক্কর। সেখানেই চলছে বর রোহনপ্রীতের জন্মদিন সেলিব্রিশন। হ্যাঁ গতকালই গিয়েছে রোহনের জন্মদিন। তাই সকাল থেকেই বড়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কতগুলি ছবি পোস্ট করেছিলেন গায়িকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। তবে এতেও ক্ষান্ত হননি গায়িকা। তাঁর জীবনের প্রিয় মানুষ বলে কথা তাই সেলিব্রেশন তো হবেই।
সম্প্রতি নেহা এক রিল ভিডিও পোস্ট করছেন যেখানে দেখা যাচ্ছে, জন্মদিনে স্বামীর জন্যে কেক হাজির, সেখানে দুজনে মিলেই একসঙ্গে কেক কাটলেন। তার আগে একে অপরের সঙ্গে সুখের চুম্বন করলেন। দুজনেরই পরনে ছিল ।
আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে নেহা-রোহনপ্রীতেরই একটি পাঞ্জাবি গান বাজছিল। সঙ্গে এই ভিডিওর নিচে নেহার দেওয়া ক্যাপশন ছিল, শুভ জন্মদিন জীবন।