একটা সময় রানাঘাটের স্টেশন চত্বর থেকে অতীন্দ্র নামে এক যুবকের হাত ধরে মুম্বাইয়ের স্টুডিওতে পৌঁছে গিয়েছিল রানু মন্ডল। সেখানে হিমেশ রেশমিয়া র তত্ত্বাবধানে ‘তেরি মেরি কাহানী’।
গান গেয়ে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছিল রানু মন্ডল। আর তারপরই লাইমলাইটে আসেন তিনি। তারপর থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপ থেকে শুরু করে সকলের মুখে মুখে তাঁর গাওয়া গান ঘুরতে থাকে। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল তাঁর জীবনযাত্রা।
এখন তাঁর রয়েছে শিল্পীর তকমা। তবে, নিজের আত্মঅহংকার ও বেফাঁস মন্তব্যের কারণে শোনা যায় তিনি নাকি আবারও ফিরে গেছেন আগের পরিস্থিতিতে। কোনো রকমেই নাকি দিন কাটছে তাঁর।
তবে, এই খারাপ ও ভালো দুইয়ের কারণেই মাঝে মধ্যে রানু মন্ডল উঠে আসে সংবাদের শিরোনামে। মাঝে মাঝেই ইউটিউবারদের ভিডিওতে ধরা দেয় সে। সম্প্রতি বাংলাদেশের এক ইউটিউবারের সঙ্গে ভিডিওর মাধ্যমে আবারও রানু উঠে এল নেট মাধ্যমে।
ওই ইউটিউবার নিজেকে রানু মন্ডলের স্বামী হিসেবে পরিচিত দিচ্ছেন। এমনকি রানুও তাঁকে মেনে নিয়েছেন স্বামী হিসেবে। যদিও পুরোটাই মজার ছলে। এরপর রানু মন্ডল ও ওই ইউটিউবের রানুর বাড়ির সামনেই দুটি চেয়ারে বসে গল্প শুরু করেন।
এরপর রানু মন্ডলের কাজ কেমন চলছে, এমনকি তাঁর বাংলাদেশে তাঁর অনেক ভক্ত আছে সে কথাও বলে ওই ইউটিউবার। এরপর ওই যুবক রানু মন্ডলকে যে কতটা ভালোবাসে সেকথাও জানায়।
এরপর তাঁর অহংকার আছে নাকি সেকথা ও জিজ্ঞাসা করেন। এরপর ‘কাঁচা বাদাম’ গানও গেয়ে শোনায় রানু। এমনকি বাংলাদেশে লাইভ কনসার্টর কথাও বলেন ওই ইউটিউবার।
তাতে রানুর জবাব তাঁর স্বামী যদি বলে তাহলে সে নিশ্চই করবে। এমনকি এরপর ওই ইউটিউবার বাইরে খাওয়ার কথা বললে রানু বলেন যে, নানা ঘরে সব আছে সেটাই রান্না করতে। ইতিমধ্যেই এই ভিডিওটি ১০ মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। সম্প্রতি এই ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।