ছোট টপ স্কার্ট পড়ে সুইমিং পুলের সামনে নাচে মত্ত মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মদালসা, ভাইরাল ভিডিও

প্রতিদিনের দৌড় ভাগ এর জীবনে 8 থেকে 80 প্রত্যেককেই একটুখানি রিফ্রেশমেন্ট এনে দেয় সোশ্যাল মিডিয়া! সেলিব্রিটি থেকে আমজনতা, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের প্রতিভা প্রদর্শনীর মেলা বসে সেখানে।

তবে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স এর দৌড়ে সবথেকে বেশি এগিয়ে থাকেন সেলিব্রিটিরা, আর সেলিব্রিটিদের কথা আসতেই কথা আসে মিঠুন চক্রবর্তীর। টলিউড থেকে বলিউড সব জায়গাতেই অবাধ বিচরণ তার।

মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী অভিনয়জগতে সেভাবে নাম করতে না পারলেও তার পুত্রবধু মাদালাসা শর্মা কিন্তু বেশ পপুলার সোশ্যাল মিডিয়া ও ছোটপর্দায়। বর্তমানে স্টার প্লাসে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক “অনুপমা”তে কাব্য নামক চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর জনপ্রিয়তা বেশ সাড়া ফেলেছে চারিদিকে।

সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয় মাদালসার। ইনস্টাগ্রামে রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার্স। সম্প্রতি “বিজলি বিজলি” নামক একটি আইটেম সং এ নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন মিঠুনের পুত্রবধূ।

বরাবরই শ্বশুরমশাই মিঠুন চক্রবর্তীর মতোই নাচের কারণেই জনপ্রিয় মাদালসা। এবারও অন্যথা হলো না তার। হু হু করে ভাইরাল অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিও।

ভিডিওটিতে অভিনেত্রীকে কালো রংয়ের টপ এবং স্কার্টের সঙ্গে জাকেট পরিহিত অবস্থায় নাচ করতে দেখা গেছে তাকে। সামনে সুইমিং পুলের নীল জলকে সাক্ষী রেখে তার সামনে নাচ করেছেন তিনি।

ন্যুড মেকআপ এবং এর জাদুতে রীতিমতো ঘায়েল হয়েছেন অভিনেত্রীর পুরুষ ভক্তরা। অতঃপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতে বেশি সময় নেয়নি!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *