আগামী কয়েক মাসের মধ্যেই নুসরাত জাহানের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। মা হতে চলেছেন তিনি, এ কথা সকলেরই জানা।
এই আলোচনায় এখন টলিপাড়ায় তথা সোশ্যাল মিডিয়াতে হামেশাই চলছে। তবে নতুন ছোট্ট সদস্যের আগমনে এখনো বেশ কিছু সময় হাতে রয়েছে। আগামী সেপ্টেম্বরে আসতে চলেছে নুসরাতের সন্তান।
কিন্তু এরই মধ্যে আরো একজন নতুন সদস্য এল নুসরাতের বাড়িতে। ইনস্টাগ্রামে পোস্ট এর মাধ্যমে জানা যায় তার বাড়ির দেওয়ালে একটি ‘Home’ লেখা নেমপ্লেট Home এর ‘O’ জায়গায় দুটো ছোট্ট পায়ের ছাপ।
অভিনেত্রী নতুন একটি কুকুর ছানা নিয়ে এসেছেন তার বাড়িতে। নেমপ্লেটে একটি বুমেরাং ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। এর পরেই ওঠেন নেটিজেনদের প্রশ্নের ঝড়।
হাজারো প্রশ্ন উঠে আসে। তবে নতুন কোন সদস্যের আগমন নুসরাতের ঘরে? এই ধরনের প্রশ্ন নেটিজেনরা করতে থাকে।
কিন্তু হোমের নেমপ্লেটে ইমোজি দেখে বোঝা যায় যে তিনি একটি কুকুর ছানা কে স্বাগত জানিয়েছেন তার বাড়িতে। তবে নিজের নতুন সদস্যের কোন ছবি এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।
টলিপাড়ায় নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত কে ঘিরে এখন জল্পনা তুঙ্গে। প্রতিদিনই প্রায় কোন না কোন ভাবে উঠে আসছে তাদের নাম। তাদের সম্পর্কে কৌতূহল যেন নেটিজেনদের ঘিরে ধরেছে।
প্রতিদিন তাদের হাজারো রকম প্রশ্ন। কিন্তু আপাতত কোনভাবেই নুসরাত জাহান বা যশ দাশগুপ্ত তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলিভাবে কিছুই বলেননি।
এদিকে নুসরাত জাহানের ভেতর যে ছোট্ট প্রাণ বেড়ে উঠছে তার পিতৃপরিচয় ও এখনও স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি।
অনেকেই ধরে নিচ্ছেন যে যশ দাশগুপ্তের সন্তান বেড়ে উঠছে নুসরাত জাহানের গর্ভে তবে এ ব্যাপারে এখনও স্পষ্ট ভাবে কিছুই জানাননি দুজনের একজনেও।
Leave a Reply