সম্প্রতি এবার প্রিয় মানুষের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জী। যা দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা।
টলিউডের এই অভিনেত্রী সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ সময় ধরে টলিউডের সাথে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে যদিও তাকে আর বড়োপর্দায় দেখা যায় না।
তবে ছোটপর্দার মাধ্যমে তিনি সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। কারণ, প্রত্যেকদিন তাকে দেখা যায় জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে এই রিয়্যালিটি শো’তে বহু বছর
ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালোরকম সক্রিয় থাকেন অভিনেত্রী। যেখানে নিত্যদিন নিজের নানান সাজের ছবি ও ভিডিও ভাগ করে নেন।
এছাড়াও কোথাও ঘুরতে গেলে সেখানে কাটানো মুহূর্তগুলিকে তুলে ধরেন অনুরাগীদের সামনে। সম্প্রতি এরকমই কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা গিয়েছে তার প্রিয়
মানুষকে। আসলে তিনি আর কেউ নন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। এদিন দু’জনে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন। সেই ছবি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেতা এবং সহ-অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি।’ ছবিতে দেখা যাচ্ছে লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরে
রয়েছেন রচনা। অন্যদিকে প্রসেনজিৎকে দেখা গিয়েছে লাল-সাদা শেরওয়ানি এবং ধুতি পরিহিত অবস্থায়। একেবারে সাবেকি সাজে দু’জনকে দেখা গিয়েছে। যা দেখে নস্টালজিক হয়ে পড়েছিলেন অনুরাগীরা।
Leave a Reply