নাবালক ছেলের সঙ্গে ‘অশালীন’ নাচ করে বিতর্কে জড়ালেন দিল্লির এক যুবতী৷
নেটমাধ্যমে প্রচারের লোভে নাবালক ছেলের সঙ্গে ওই নাচের ভিডিও প্রকাশ হতেই যুবতীর দিকে ধেয়ে এল অভিযোগ।
তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই FIR-এর নির্দেশ দিল দিল্লি মহিলা কমিশন। সম্প্রতি ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নাবালক ছেলের নাচের কয়েকটি ভিডিও ভাইরাল হয়৷
সেখানে দেখা যাচ্ছে, নিজের বাচ্চা ছেলের সঙ্গে অশালীন ভঙ্গিমায় নাচ করছেন মা। এই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।
তা দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠেন নেটিজেনরা৷ এরপরই ওই যুবতীর নামে দিল্লি মহিলা কমিশনে অভিযোগ দায়ের করা হয়৷ তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয় কমিশন।
জানা গিয়েছে, ভিডিও দেখে চটেছে দিল্লি মহিলা কমিশনও। ইতিমধ্যেই যুবতীর বিরুদ্ধে দিল্লি পুলিশকে FIR করার নির্দেশ দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।
কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাটি খুবই লজ্জার। মা হয়ে নিজের নাবালক ছেলের সঙ্গে কীভাবে এরকম অশালীন নাচ করতে পারলেন ওই যুবতী? এই ধরনের ভিডিও থেকে সমাজে খারাপ প্রভাব পড়তে পারে।’
ইতিমধ্যেই ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে মহিলা কমিশন।
যদিও বিতর্কের ঝড় শুরু হতেই ভিডিওটি নেটমাধ্যম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নাবালক শিশুটিকে কাউন্সেলিং করানোর পরামর্শও দিয়েছে কমিশন।
Leave a Reply