কিয়ারা আডবানির মা জেনেভিভ জাফরির জন্মদিন। মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের বিয়ে এবং প্রাক বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বলি ডিভা। অভিনেত্রী লেখেন, ‘মা…. আমার স্নেহময়ী, যত্নশীল, প্রার্থনাকারী মাকে শুভ জন্মদিন.. আমি তোমার মেয়ে।
বিয়ের সপ্তাহখানের পর পরিবারের সঙ্গে একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন অভিনেত্রী কিয়ারা আডবানি। মা জেনেভিভ জাফরিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে এই ছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী। মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠানে পরিবারের সঙ্গে এই ছবিগুলি তুলেছেন কিয়ারা।
বিয়ের দিন মা জেনেভিভ এবং ভাই মিশেলের সঙ্গে এক ফ্রেমে অভিনেত্রী। বিয়ের পোশাকের মনমুগ্ধকর বেশে ধরা দিয়েছেন কিয়ারা। মা-ভাইয়ের সঙ্গে এই ছবি নেটমাধ্যমের পাতায় পোস্ট করেছেন।
কিয়ারার বিয়ের দিন মেয়ের সঙ্গে ম্যাচিং রঙের লেহেঙ্গা পরেছেন মা জেনেভিভ। মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘মা…. আমার স্নেহময়ী, যত্নশীল, প্রার্থনাকারী মাকে শুভ জন্মদিন.. আমি তোমার মেয়ে হয়ে জন্মে ধন্য’।