গ্রীষ্মকালীন পরিবেশের থেকে এখন বৃষ্টি ভেজা মরসুমের দিকে এগোচ্ছে আবহাওয়া। আর বৃষ্টি মানেই যে প্রেমের একটা ছোঁয়া থাকবে তা স্পষ্ট। যে কারনেই সোশ্যাল মিডিয়াতে অহরহ প্রেমের গান শোনা যাচ্ছে।
শুধু গান নয় এখন সেসব গানে নাচও দেখা যাচ্ছে বিভিন্ন ক্রিয়েটরদের তরফ থেকে। যেমন আপনারা সবাই মৌকে চেনেন। সুন্দরী এই যুবতী প্রতিনিয়ত তার নাচের মাধ্যমে সবার মন জয় করে নেন।
পূর্ব বর্ধমানের মেয়ে মৌ তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যার নাম ‘ডান্স স্টার মৌ’ (Dance Star Mou)। সেই চ্যানেল থেকেই এবার বিখ্যাত ‘বাঘি’ (Baaghi) সিনেমার ‘ছম ছম ছম’
(Cham Cham Cham) গানে নাচ করেছে সে। পরনে কালো সালোয়ার ও লাল রঙের পাটিয়ালা প্যান্ট। বাড়ির ছাদে বৃষ্টি ভেজা মরশুমে এমন সুন্দর একটি নৃত্য কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের মন।
খোলা চুল, মেকআপ, কানে দুল পরে খুব সুন্দর মানিয়েছে মৌকে। ভিডিওটি ২ বছর আগের। তবে তার নাচ দেখলে সদ্য আপলোড একটি ভিডিওই মনে হবে। এখনও পর্যন্ত ৪০ লক্ষ মানুষ দেখে
নিয়েছেন এই ভিডিও। সাথেই ৩০ হাজারের বেশি লাইক ও কমেন্ট এসেছে তার উদ্দেশ্যে। কার্যত সবাই তাকে ও তার নাচকে একবাক্যে ‘সুন্দর’ বলেই অভিহিত করেছেন।