বিখ্যাত ফটোগ্রাফার ডব্বু রত্নানির চলতি বছরের এক ফটোশ্যুটে একটি সাদা-কালো ছবিতে দেখা গিয়েছিল বলিউডের গ্ল্যামারাস কুইন কিয়ারা আডবাণীকে।
ফটোশ্যুটটি হয়েছিল সমুদ্রসৈকতে। সেই ছবি দেখে অনেকেই মনে করেছিলেন যে, কিয়ারা টপলেস ছিলেন। সেই নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছিল ব্যাপক জল্পনা।
অবশেষে সেই সমস্ত জল্পনায় ইতি টানলেন রত্নানি স্বয়ং। তিনি বললেন, ‘‘হ্যাঁ, অনলাইনের সমস্ত মন্তব্য আমি দেখেছি এবং পড়েছি। কিন্তু সম্প্রতি আমার যে সাদা-কালো ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তাতে কিয়ারা টপলেস ছিলেন না।’’
সদ্য মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী অভিনীত ছবি ‘শেরশাহ’। সম্প্রতি এই ছবি অ্যামাজন প্রাইমে সব চেয়ে বেশি বার দেখা ভারতীয় ছবি হিসেবে উঠে এসেছে। এই ছবির জনপ্রিয়তা নিয়ে নতুন করে তো বলার আর কিছু নেই।
এবারে কিয়ারার যে ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেটি সম্পর্কে রত্নানি তাঁর সাক্ষাৎকারে বলেছেন যে তিনি সুকৌশলে কিয়ারার ছবি তুলেছেন।
সচেতন থেকেছেন যাতে কোনোভাবেই তার শালীনতায় আঘাত না লাগে। তবে তাঁর মতে, তাঁর ছবির অনেকটাই তিনি দর্শকদের কল্পনার উপরে ছেড়ে দিতে চান। আর এতেই তাঁর সাফল্য।
কিয়ারার সঙ্গে ফটোগ্রাফার রত্নানি আগেও কাজ করেছেন বলে খবর। আগের বছরেই ক্যালেন্ডার শ্যুটে কিয়ারাকে দেখা গিয়েছিল। সেই ছবি নিয়েও রীতিমতো চর্চা হয়েছিল নেটমাধ্যমে।
তবে সেক্ষেত্রে ফটোগ্রাফার মারি বাজ অভিযোগ করেছিলেন যে রত্নানি এই ছবিটি নকল করেছেন।
রত্নানি অবশ্য এর পাল্টা উত্তরও দিয়েছিলেন যে, ছবিটি ওঁরই তোলা ২০০২ সালের একটি ছবি থেকে অনুপ্রাণিত, তাই নকলের অভিযোগই যদি ওঠে তবে তিনি নিজেই নিজেকে নকল করেছেন। এতে লজ্জা কিসের?
Leave a Reply