বিয়ে হয়ে গেল পবনদ্বীপ-অরুনিতার? কবে কোথায়! নিশ্চয়ই জানতে চান। তাহলে ব্যপারটা বলাই যাক খোলাসা করে! ‘ইন্ডিয়ান আইডল ১২’ এর সুবাদে তৈরি হওয়া জনপ্রিয় গায়ক-গায়িকা হিসেবে মার্কেটে ধীরে ধীরে নাম করছেন পবনদ্বীপ-অরুনিতা।
তাঁদের কন্ঠের সুর, নজরকাড়া পারফরম্যান্স সত্যিই মনোমুগ্ধ করেছিল দেশবাসীদের। তবে ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকেই গুঞ্জন শুরু উঠছিল যে পবনদ্বীপ-অরুনিতা একে অপরের ভালোবাসার মানুষ।
কেননা এই শো শেষ হওয়ার পর থেকেই দুজনকে একে অপরের থেকে কাছ ছাড়া করতে দেখা যায়নি! তাঁরা দুটিতে একত্রে বিভিন্ন কনসার্ট এবং ভিডিও এলবাম করেছেন। তবে পবনদ্বীপ-অরুনিতা সদা নিজেদের বন্ধু বলেই দাবি করেন, কিন্তু নেটমহল তা মানতে নারাজ। তাঁরা ভেবে বসে আছেন পবনদ্বীপ-অরুনিতা ডেট করছেন।
এবার ভার্চুয়াল মাধ্যমেই এই জুটির বিয়ে দিল নেটদুনিয়া। ভক্তমহল অরুদ্বীপ জুটির বিয়ের একটি ফেক ছবি নেটমাধ্যমে ভাইরাল করে নিজেদের মনের কথা জানালেন। আসলে ভক্তমহল চাইছেন পবনদ্বীপ-অরুনিতার বিয়ে হোক। তারই একটা বহিঃপ্রকাশ।
যদিও এই জনপ্রিয় গায়ক-গায়িকা বন্ধু জুটি বিভিন্ন সাক্ষাৎকারে একই কথা বলেছেন যে তাঁরা একসঙ্গে অনেকটা সময় কাটান ঠিকই কিন্তু তাঁদের মধ্যে আলাদা কোনো সম্পর্ক নেই। তাঁরা কেবল পরস্পরের বন্ধু তবে তাঁদের বন্ধুত্বের গভীরতা অনেকটাই। এই মুহূর্তে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে চান তাঁরা।