একজনের ঝুলিতে আছে ‘মোহরা’ কিংবা ‘দুলহে রাজা’ মতো সুপারহিট সিনেমা। তো অন্যজনের ঝুলিতে আছে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ থেকে ‘ধারকান’ -এর মতো সুপারহিট সিনেমা। বলার অপেক্ষা রাখে না কার কথা বলা হচ্ছে। অভিনেত্রী রবিনা ট্যান্ড ও শিল্পা শেট্টি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
বিখ্যাত গানে এই জুটির নাচের থেকে চোখ ফেরাতে পারছেন না দর্শকরা। ‘সুপার ড্যান্সর ৪’ -এর বিচারকের আসনে ছিলেন শিল্পা শেট্টি। সেখানেই বিশেষ অথিতি হিসাবে উপস্থিত হয়েছিলেন রবিনা ট্যান্ডন। বলাই বাহুল্য দুজনেই কিন্তু ৯০-র দশকের একসময়ের মন মাতানো নায়িকা ছিলেন।
তাঁদের একের পর এক সিনেমা দর্শকদের মন জয় করে নিয়েছিল। এবার সেই দুই নায়িকা একই মঞ্চে দাঁড়িয়ে রোমান্টিক নাচে বিশেষ মুভস দেখালেন। ‘চুরা কে দিল মেরা’ গানে রবিনা ও শিল্পা নাচ করেছেন। ১৯৯৪ সালের ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার জনপ্রিয় এই গানে শিল্পার সাথেই জুটি বেঁধে ছিলেন অভিনেতা অক্ষয় কুমার।
তবে এই মঞ্চে অক্ষয় ব্রাত্য ছিলেন তাঁর বদলে আগুন ধরালেন অভিনেতার ফেভারিট এই দুই অভিনেত্রী। রবিনা তো স্টেজের মধ্যে বসে একসময় নাচতে শুরু করে দিলেন যা দেখে শিল্পা বেশ অবাক হয়ে গেছেন।