চাড্ডি’ হাতে নাচ জ্যাকলিনের, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার বলি কুইন

চর্চায় আছেন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ গত বছর থেকেই। যদিও তা কাজের জন্য নয় একেবারেই। বরং ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামালায় নাম জড়িয়েছে তাঁর। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর একেধিক ঘনিষ্ঠ ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এসবের মাঝেই পুরুষদের অন্তর্বাসের বিজ্ঞাপন করলেন জ্যকলিন। আপাতত তা নিয়েই চলছে ট্রোল।

জ্যাকলিনের করা সেই বিজ্ঞাপনে কোনও পুরুষের মুখ ব্যবহার করা হয়নি। বরং দেখানো হয়েছে জ্যাকলিন প্রথমে ফোনে জানান, তিনি কতটা মিস করছেন সঙ্গীকে। এরপরই কাবার্ড থেকে অন্তর্বাস বের করে শুরু হয় নাচ। খয়েরি রঙের কার্ডিগান আর গ্রে রঙের শর্টসে সুপারহট লাগছিল জ্যাকিকে।

বিজ্ঞাপনের সেই ভিডিয়ো পোস্ট করে জ্যাকলিন লিখলেন, ‘Lux Cozi Men’s Innerwear-এর এই ঐতিহাসিক বিজ্ঞাপনের অংশ হতে পেরে উত্তেজিত, যা তথাকথিতর বাইরে গিয়ে তৈরি। গৌরী শিন্ডে দ্বারা পরিচালিত হওয়া কী দুর্দান্ত অভিজ্ঞতা। লাক্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর, সাকেত টোডিকে অনেক ধন্যবাদ লাক্স কোজির এই যাত্রার অংশীদের আমাকে করার জন্য।’

জ্যাকলিনের করা এই বিজ্ঞাপনে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখলেন, ‘সুপার হট জ্যাকি। তুমি ছাড়া এই বিজ্ঞাপন কেউ করতে পারত না।’ অপরজন লিখলেন, ‘এত খারাপ হাল যে ছেলেদের অন্তর্বাসের বিজ্ঞাপন করতে হচ্ছে!’ তৃতীয়জন লিখলেন, ‘এটাই দেখা বাকি ছিল। জ্যাকলিন চাড্ডি হাতে নিয়ে নাচ করবে।’

আপাতত জ্যাকলিনের উপর কার্যত ঝুলছে খাঁড়ার ঘা। অনুমতি না নিয়ে ভারত ছাড়তে পারবেন না তিনি। পাসপোর্টও বাজেয়াপ্ত করে রাখা হয়েছে। ইডি-র ডাবি সুকেশের ব্যাপারে সব জেনেও এই সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী শুধুমাত্র আর্থিক নানা সুবিধে নেওয়ার জন্য। গয়না, দামি ব্যাগ, গাড়ি-সহ নানা উপহার তো নিজে নিয়েছেনই, সঙ্গে জ্যাকলিনের পরিবারকেও টাকা দিয়েছেন সুকেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *