শ্রাবন্তী চট্টোপাধ্যায় হলেন টলিউডের অন্যতম চর্চিতা অভিনেত্রী। এক দশকের বেশি তার অভিনয় কেরিয়ার। বহু বাণিজ্যিক ছবির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অন্য ধরনের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে অভিনয়ের থেকে বেশি তার বাস্তব জীবন নিয়ে চর্চায় মেতে থাকেন ভক্তরা।
প্রায়ই নানা প্রসঙ্গ ঘিরে শিরোনামে উঠে আসে অভিনেত্রীর নাম। আর এবার এক অন্য কান্ড ঘটিয়ে ফেললেন তিনি। যার জেরে ফের একবার ভাইরাল টপিক হয়ে উঠলেন টলি-অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যে ছবিকে ঘিরেই তৈরি হল বিতর্কের বাতাবরণ। অনেকে আবার হাসি ঠাট্টাও করলেন অভিনেত্রীকে নিয়ে।
তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কালো টাইট গেঞ্জি ও কালো রংয়ের থ্রি-কোয়ার্টার টাইট স্ল্যাক্স প্যান্ট পরে আছেন অভিনেত্রী। ছবির ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে, জিমে রয়েছেন অভিনেত্রী। আর সেখানেই নিজেকে বিভিন্ন পজিশনে ক্যামেরাবন্দি করেছেন তিনি। কখনো দুহাতে ভর দিয়ে একটু অন্যরকম পোজে দেখা গেছে তাকে, কখনো আবার বজ্রাসনে বসে থাকতে দেখে গেছে তাকে, আবার কখনো হাসিমুখে ব্লাশ করেছেন অভিনেত্রী।
পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মজা শুরু করা যাক’। আর এই পোস্টকে ঘিরে এখন কমেন্ট বক্সে চর্চা জুড়েছেন যার অনুরাগীরা। কেউ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছেন, ‘আবার বিয়ে করবেন বলেই কি ফিট হচ্ছেন?’;
কেউ আবার লিখেছেন, ‘আমিও তোমার এই মজায় যোগদান করতে চাই’; আবার এক অনুরাগী লিখেছেন, ‘আপনি মজা বলতে কি বলতে চেয়েছেন এখানে?’। তবে অনেকেই তার এই ছবির প্রশংসায় অনেক কথা লিখেছেন। আবার অনেকেই ভালোবাসা ও মুগ্ধতার ইমোজি দিয়েছেন কমেন্ট বক্সে।