চলছে বিয়ের মৌসুম, জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বাঙালি কন্যা মৌনী রয়! কাকে বিয়ে করছেন?

বলিউডে বিয়ের মরসুম। ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের পর সাতপাক ঘুরবেন বলিউডের আরও এক তারকা। মৌনী রায়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গ তনয়া। পাত্র তাঁর প্রেমিক সুরজ নাম্বিয়ার। বিয়ের আগের দিন থেকেই শুরু হয়ে যাবে বাকি আচার-অনুষ্ঠান।

ভারতে নয়, মৌনী বিয়ে করবেন দুবাই বা ইটালিতে। তবে বৌভাতের অনুষ্ঠান হবে কোচবিহারে। সেখানেই থাকে অভিনেত্রীর পরিবার।

মৌনীর প্রেমিক সুরজ পেশায় একজন ব্যবসায়ী। থাকেন দুবাইয়ে। করোনার জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই নায়িকার প্রেমের সূচনা। লকডাউনে দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন মৌনি।

নিজের প্রেম নিয়ে আগাগোড়াই চুপ থেকেছেন মৌনী। তবে ইনস্টাগ্রামে বহু দিন আগেই সুরজের পরিবারের সঙ্গে ছবি দিয়ে মৌনী তাঁদের প্রেমকে স্বীকৃতি দিয়েছেন। এ বার প্রেমিকের সঙ্গে সাত পাক ঘুরে পাকাপাকি ভাবে সম্পর্কে সিলমোহর বসাবেন ‘কিউ কি…’-র ‘কৃষ্ণতুলসী’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *