চলচ্চিত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন টিপ টিপ বর্ষা পানির নায়িকা বলি ড্রিম গার্ল রবিনা ট্যান্ডন

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা, যার হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। তিনি হলেন রবিনা ট্যান্ডন। কমেডি-অ্যাকশন-ড্রামা সব ধরনের ছবিতেই তিনি ছিলেন সাবলীল। একদিকে একের পর এক হিট সিনেমা রয়েছে রবিনা ট্যান্ডনের ঝুলিতে। এবার নয়া পালক যুক্ত হল রবিনার মুকুটে। প্রজাতন্ত্র দিবসের আগের রাতেই পদ্ম সম্মান প্রাপ্তদের তালিকা ঘোষণা হল। সেই তালিকাতেই নাম রয়েছে রবিনা ট্যান্ডনের। পদ্মশ্রী পুরস্কার পেলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর প্রথম ছবিতেই তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

জনপ্রিয় নায়িকা রবিনা টন্ডনের জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’ নিয়ে ফ্যান্টাসাইজ করেননি এমন পুরুষের সংখ্যা প্রায় হাতে গোনা। এই গানটির পর থেকেই ভক্তের সংখ্যাও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এছাড়াও নব্বইয়ের দশকে বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন। তার মধ্যে অন্যতম হল দিলওয়ালে, মোহরা, খিলাড়িয়োঁ কা খিলাড়ি, জিদ্দি। বলিউড ছাড়াও তামিল, তেলেগু, বাংলা, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন।

বাণিজ্যিক ছবির পাশাপাশি বর্তমানে অন্য ধরনের ছবিতেও কাজ করছেন রবিনা ট্যান্ডন। ২০০১ সালে কল্পনা লাজমি পরিচালিত দমন ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। দর্শক থেকে সমালোচকরা সকলেই তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন।

কমেডি-অ্যাকশন-ড্রামা সব ধরনের ছবিতেই তিনি ছিলেন সাবলীল। একদিকে একের পর এক হিট সিনেমা অন্যদিকে চুটিয়ে প্রেম সব মিলিয়ে সর্বদাই শিরোনামে থাকতেন রবিনা ট্যান্ডন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *