সকলেরই বেশ চেনা পরিচিত এক মডেল নাম অঞ্জলি গৌড়। বহুদিন ধরেই তিনি গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই মডেল মাঝে মাঝে নানা রকম ছবি পোস্ট করে থাকেন। এই মডেল সোশ্যাল সাইটে বেশ একটিভ থাকেন।
বিশেষ করে তার হট লুকের। এই হট অবতারের জন্যই তিনি ইনস্টাগ্রামে তার বেশ চেনা পরিচিত মুখ হয়ে উঠেছে। এই হট অবতারের জন্য হাজারো পুরুষের মনে তিনি বিরাজ করে।
তার এই রূপের জন্য তার অসংখ্য ফলোয়ার। অনেক ফ্যান ফলোয়ার তার। তার এই অসম্ভব হট লুকের জন্য তিনি বেশ বিখ্যাত মডেল।
কিছুদিন আগেই তিনি আরো নতুন কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং যেগুলো দেখার পর তার পুরুষ ফ্যানেরা বেঁহুশ। কারণ এই ছবি গুলি একেবারেই সাং;ঘাতিক হট লুকের।
তার শেয়ার করা নতুন একটি ভিডিওতে তাকে দেখা যাচ্ছে স্বচ্ছ পোশাকে গোশল করতে। এই ভিডিওটি ঘিরেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।
মূলত তিনি মডেলিংয়ের জগতেই বিশেষ ভাবে নামকরা। পেশা হিসেবে মডেলিং তাকে বেছে নিয়ে বেশ সাফল্যতেই পৌঁছেছেন তিনি। আপাতত তার এই নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে।
Leave a Reply