আইপিএলের দশম ম্যাচে মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লী ক্যাপিটালস এবং গু’জরাট টাইটান্স। বল হাতে মুস্তাফিজ উইকে’টের দেখা পেলেও দল জিততে পারেনি ব্যাটিং ব্যর্থতায়।
এদিন প্রথমে ব্যাটিং করতে নামা গু’জরাট টাইটান্সের ব্যাটিং অর্ডারে শুরুতেই আঘা’ত হানেন মুস্তাফিজ। ইনিংসের প্রথম ওভারেই বল করতে আসা কা’টার মাস্টার তৃতীয় বলেই তুলে নেন ম্যাথু ওয়েডের উইকেট।
তিন নম্বরে নামা বিজয় শংকর ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফিরে গেলে ওপেনার শুবম্যান গিলের সাথে জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। ২৭ বলে ৩১ রান করে পান্ডিয়া প্যাভিলিয়নের পথ ধরলেও আগ্রাসী ছিলেন গিল।
শুবম্যান গিলের ৪৬ বলে ৮৬ রানের সাথে ডেভিড মিলারও খেলেন ২০ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে গু’জরাট সংগ্রহ করে ১৭১ রান।
বল হাতে দিল্লীর হয়ে অ’ভিষেক ম্যাচেই উইকে’টের দেখা পেয়েছেন মুস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে ৪ রানের বিনিময়ে ২ উইকেট সহ মোট ৩ উইকেট নিয়েছেন কা’টার মাস্টার। ব্যক্তিগত স্পেলের ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে এই ৩ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।
১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লী ক্যাপিটালস শুরুতে কিছুটা ধীরগতির করলেও সময় বাড়ার সাথে সাথে রানের গতি বাড়াতে থাকে। অধিনায়ক রিশাব পান্ত ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলার পর শেষের দিকে জয় আনার চেষ্টা করেন রভম্যান পাওয়েল।
পাওয়েল ১২ বলে ২০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দিল্লী। শেষ ৩ ওভারে দিল্লীর জয়ের জন্য ৩০ রান প্রয়োজন হলে ১৮তম ওভারে এসে মো হা’ম্ম’দ শামি ২ উইকেট তুলে নিলে দিল্লীর জয়ের আশা ফিকে হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে দিল্লীর ইনিংস থামে ১৫৭ রানে। ফলে তারা ম্যাচ হারে মাত্র ১৪ রানে।
এদিকে গু’জরাটের বিপক্ষে ম্যাচ হারের পর দিল্লীর অধিনায়ক রিশাব পান্ত জানিয়েছেন এই উইকে’টে ১৭২ রানের বাধা টপকে জয় পাওয়া সম্ভব ছিল। তিনি বলেন, ‘’উইকে’টের তুলনায় লক্ষ্যটা খুব একটা বড় ছিল না।
মাঝখানের ওভারগু’লোতে আ মর’া ভালো ব্যাটিং করতে পারতাম। প্রতি ম্যাচেই আমা’দের এত উইকেট হারানোর পর ফিরে আসা কঠিন হয়ে যাচ্ছে। আপনি যখন হেরে যাব’েন তখন মন ভেঙে যাব’ে। আশা করি পরের ম্যাচে আ মর’া উন্নতি করতে পারব।‘’