যত দিন যাচ্ছে ততই যেন কৃত্রিম সুন্দরের প্রতি চাহিদা বাড়ছে। কখনও নোজ জব তো কখনও লিপ জব, কখনও আবার ব্রেস্ট সার্জারি। নিজেক সুন্দর রাখতে অনেক কিছুই পাল্টে ফেলছেন তারকারা। সেই তালিকায় কি রয়েছে অজয় কন্যা নাইসা। সম্প্রতি রহস্য ফাঁস করলেন কাজল।
কাজল কন্যা নাইসা দেবগণকে নিয়ে চর্চা যেন দিন দিন বেড়েই চলেছে। বলিউডের স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। তারা কোথায় কখন যাচ্ছেন,কী করছেন সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কারণ তারকা সন্তানরা এমনিতেই রাজকীয় জীবনযাপন করেন। সেই লিস্টে ইতিমধ্যেই রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা।
বি-টাউনে স্টারকিডদের জনপ্রিয়তা সবসময়েই তুঙ্গে। কিছু করেই হোক বা না করেই পাপারাৎজির চোখ সর্বদাই যেন তাদের দিকেই রয়েছে। তেমনই স্টারকিডদের মধ্যে সর্বদাই সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা দেবগণ। সম্প্রতি তার লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ছোট থেকেই পাপারাৎজিদের নজরে রয়েছেন অজয় কন্যা নাইসা দেবগণ। বাড়ির বাইরে পা রাখলেই পাপারাৎজিরা ঘিরে ধরে নাইসাকে। তবে কাজল কন্যার ফোটোশ্যুট নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আগের ছবি এবং এখনকার ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছেন। নাইসার ছবি দেখে অনেকেই বলছেন, অস্ত্রোপচার করিয়েই সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নাইসা। বদলে ফেলেছেন ত্বকের রং। এমনকী মুখ ও স্তনেও নাকি কসমেটিক সার্জারি করিয়েছেন বলেই দাবি করছেন নেটিজেনদের একাংশ। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে