বলিউডের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর মেযে দিশানী চক্রবর্তীর বেশ নতুন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তাঁর সাম্প্রতিক ছবির জন্যই তিনি এবার খবরের শিরোনামে৷ সেই ছবি সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ছবিটি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া৷
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দিশানী চক্রবর্তী৷ ইনস্টাগ্রামে তাঁর ৭৪ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে৷
দিশানী দেখতে যতখানি সুন্দর ঠিক ততখানি স্টাইলিশও৷ এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
সূত্রের খবর দিশানী বাবার মতই সিনেমা জগতে নিজের পরিচিতি প্রস্তুত করতে চান ৷ দিশানী বলিউডের সুপারস্টার সলমন খানের ভক্ত৷
ছবিতে অভিনয় করার জন্য দিশানী নিউইয়র্কের ফিল্ম অ্যাকডেমিতে অভিনয়ের উপরে কোর্স করছেন৷ দিশানী স্বল্প দৈর্ঘ্যের ছবিতে (শর্টফিল্ম) কাজ করেছেন৷ এরপরেই তাঁর নজরে রয়েছে বলিউড৷
Leave a Reply