গাউন সরিয়ে দেখালেন কালো অন্তর্বাস, ভাইরাল মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী

বলিউডের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীর মেযে দিশানী চক্রবর্তীর বেশ নতুন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তাঁর সাম্প্রতিক ছবির জন্যই তিনি এবার খবরের শিরোনামে৷ সেই ছবি সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ছবিটি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া৷

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দিশানী চক্রবর্তী৷ ইনস্টাগ্রামে তাঁর ৭৪ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে৷

দিশানী দেখতে যতখানি সুন্দর ঠিক ততখানি স্টাইলিশও৷ এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

সূত্রের খবর দিশানী বাবার মতই সিনেমা জগতে নিজের পরিচিতি প্রস্তুত করতে চান ৷ দিশানী বলিউডের সুপারস্টার সলমন খানের ভক্ত৷

ছবিতে অভিনয় করার জন্য দিশানী নিউইয়র্কের ফিল্ম অ্যাকডেমিতে অভিনয়ের উপরে কোর্স করছেন৷ দিশানী স্বল্প দৈর্ঘ্যের ছবিতে (শর্টফিল্ম) কাজ করেছেন৷ এরপরেই তাঁর নজরে রয়েছে বলিউড৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*