খোলা চুলে শরীরী নেশায় ধুকপুকানি বাড়ালেন আগুনে কন্যা লাস্যময়ী মধুমিতা

ছিমছাম সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন ছোটপর্দার পাখি। টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে সর্বদাই চর্চা লেগেই রয়েছে। হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। আবারও শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। ফ্ল্যাট অ্যাবস টোনড ফিগারে চুঁইয়ে পড়ছে উষ্ণতা। হট অবতারে দর্শক ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট অবতারে ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন মধুমিতা। অফ শোল্ডার গাউনে উপচে পড়ছে যৌবন। খোলা চুলে মধুমিতার শরীর নেশায় চোখ সরাতে পারছেন না ভক্তরা।লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। হট অবতারে দর্শকদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা।

উন্মুক্ত ক্লিভেজের গভীর খাঁজ থেকে অনাবৃত উরু সবেতেই বাড়তি উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই ছবিতে চোখ আটকে যাচ্ছে ভক্তদের। মধুমিতা সরকার মানেই বাড়তি উত্তাপ। ফের সোশ্যাল মিডিয়ায় শরীরী উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা। গা গরম করা ছবি দেখে মুহূর্তের মধ্যে নেটিজেনদের চোখ কপালে উঠেছে।

বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রীর তকমা জুটেছে মধুমিতা সরকারের। শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। হাতে একের পর এক কাজ রয়েছে। এবং নিজেকে নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করে চলেছেন মধুমিতা সরকার।

অভিনেত্রী জানিয়েছেন, বাংলা ছাড়াও অন্য ভাষার ছবিতে কাজ করতে চাই। যদি তা শুরুও হয়ে গেছে। তেলেগু ছবিতে অভিনয় করছেন মধুমিতা সরকার। তেলেগু ছবি প্রসঙ্গে মধুমিতা জানান, সে এক অন্য জগৎ। এই ছবির জন্য মার্শাল আর্টও শিখতে হয়েছে। এবং যেটা শিখতে আমার দারুণ লেগেছে। ওরা বেশ অনেকদিন সময় নিয়ে কাজটা শিখিয়েছেন। তবে মার্শাল আর্ট শেখার জন্য একমাস সময় দেওয়া হয়েছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *