বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। অভিনেত্রী টেলিভিশন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি বলিউডের প্রথম সারির নায়িকা। মারকাটারি ফিগার ধার হোক কিংবা নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে মৌনি ঘায়েল করেছেন লক্ষ লক্ষ অনুরাগীর মন।
সম্প্রতি মৌনি নতুন পোশাকে ইন্টারনেট দুনিয়ায় উষ্ণতা বাড়লেন। নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। চূড়ান্ত হটনেসে মৌনি মুগ্ধ করলেন নেটিজেনদের। সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে মৌনির জুড়ি মেলা ভার। সব সময় বোল্ড রূপে ক্যামেরায় ধরা দেন গোল্ড অভিনেত্রী।
চোখে কালো কাজল, মৌনির স্মোকি আইজ ঘুম কেড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে গোল্ডেন টাচের ক্লিভেজ লুক ড্রেস অনবদ্য বঙ্গ তনয়া। লং পোশাকে অনন্য রূপে নিজেকে মেলে ধরেছেন মৌনি। ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করতেই সেগুলি ভাইরাল হয়েছে।
আবার সাদা পোশাকে নিজেকে মেলে ধরেছেন মৌনি। বোল্ড ফটোশুট করে আরো একবার চর্চায় উঠে আসলেন মৌনি। জানা যাচ্ছে শীঘ্রই নিজের মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
তবে আপাতত কেরিয়ারে পুরোপুরি ফোকাস তার। বলিউডে অক্ষয় কুমার, জন আব্রাহামের মতো অভিনেতাদের সঙ্গে ফাটিয়ে অভিনয় করেছেন।