সামাজিক মাধ্যমে বোল্ড ভিডিও পোস্ট করে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী নিয়া শর্মা। এর আগেও বহুবার টেলি অভিনেত্রী বোল্ড লুকে সামাজিক মাধ্যমে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন।
অভিনেত্রী নিয়ার আসল নাম নেহা শর্মা। ‘কালি এক অগ্নি পরীক্ষা’ ধারাবাহিক দিয়ে ডেবিউ করেন অভিনেত্রী। ‘বেহেনে’, ‘জামাই রাজা’ সহ একাধিক ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বিক্রম ভাটের হাত ধরে ওয়েব সিরিজের জগতে কাজ করেছেন অভিনেত্রী।
সম্পর্কিত খবর
সম্প্রতি বাড়ির ছাদে দাঁড়িয়ে নাচের একটি বোল্ড ভিডিও পোস্ট করেন নিয়া। ক্যাপশনে জানিয়েছেন, ‘হয়তো কালো হতে হবে অথবা সাদা.. মাঝের কোটনাটই চলবে না….’।
ভিডিওতে সাদা ক্রপটপ এবং রিপড জিন্স পরে দেখা যায় নিয়াকে। বেলি ড্যান্সে তাক লাগিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে লাস্যময়ী নিয়ার এই নাচের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই ভিডিওর কমেন্টে প্রশংসা করেছেন তার। এই লুকে অনুরাগীদের বোল্ড আউট করেছেন নিয়া।
উল্লেখ্য, আগে বহুবার সামাজিক মাধ্যমে পোশাকের জন্য ট্রলড হতে হয়েছে নিয়াকে। যদিও সে বিষয় তোয়াক্কা করেন না অভিনেত্রী। তিনি থাকেন স্বমেজাজে।
Leave a Reply