‘খিলাড়ি’ অক্ষয়ের সঙ্গে পা মেলালেন ‘ভাই’ সলমন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

অক্ষয় কুমারের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন খোদ সলমন খান! এমনই এক ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্যাডম্যান স্বয়ং। তাঁর পরবর্তী ছবি সেলফির যে গানটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে অর্থাৎ, ম্যায় খিলাড়ি তু আনাড়িতে ভাইজানের সঙ্গে তাঁকে নাচতে দেখা গেল। আর সেই ভিডিয়ো তিনি আবার ইনস্টাগ্রামে পোস্টও করলেন। অক্ষয় যদিও প্রথমে এই গানটির যে স্টেপ আছে সেগুলো সলমনকে সেখান তারপর তাঁরা একসঙ্গে তাতে নাচেন। এই ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন সলমন নাকি দ্রুত শিখে ফেলতে পারেন সবটা।

অক্ষয়ের পোস্ট করা এই ভিডিয়ো দেখেই অনেকেই মজা পেয়েছেন। তাঁদের অনুরাগীরা তো বটেই, তাঁদের সেলেব বন্ধুরাও এখানে কমেন্ট করেছেন। এই ভিডিয়োতে তাঁদের গানটির যে হুক স্টেপ আছে সেটা করতে দেখা যায়। এটা আদতে ১৯৯৪ সালের ম্যায় খিলাড়ি তু আনাড়ি ছবির টাইটেল ট্র্যাকের রিমেক।

যে ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সেখানে ভাইজানকে একটি কালো রঙের ফুল হাতা টিশার্ট এবং জিন্স পরে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে অক্ষয়ের পরনে ছিল একটি নীল রঙের টিশার্ট এবং খয়েরি রঙের প্যান্ট।

এই ভিডিয়োর শুরুতে তাঁদের একটি বাগানে বসে থাকতে দেখা যায় সেখানেই অক্ষয় তাঁকে এই এনার্জেটিক পারফরমেন্স দেখায়। সেখানে টাইগার শ্রফের সঙ্গে তাঁকে নাচতে দেখা যায়। এরপরই তাঁদের একসঙ্গে পা মিলিয়ে নাচতে দেখা যায় এই গানে। শেষে তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেন। তবে তাঁরা যে কেবল এই গানের নাচের তালে পা মেলান সেটাই নয়, তাঁরা একই সঙ্গে ঠোঁট মেলান। ভিডিয়োর শেষে তাঁদের হাসতে দেখা যায়।

এই ভিডিয়ো শেয়ার করে অক্ষয় লেখেন, ‘ যখন ম্যায় খিলাড়ির শ্যুট চলছিল তখন সলমনের মাত্র কয়েক সেকেন্ড লাগল এই বিট ধরে ফেলতে।তারপর আর কী ভাই? হইচই পড়ে গেল।’ তিনি এই পোস্টে সেলফি লেখেন হ্যাশট্যাগ ব্যবহার করে। রাখি সাওয়ান্তকে এই পোস্টে কমেন্ট করতে দেখা যায়। তিনি লেখেন, ‘শুভেচ্ছা ভাই।’ গায়ক আবদু রজিক হৃদয় এবং হাততালির ইমোজি পোস্ট করেন। স্টেবিন বেন এই পোস্টে কমেন্ট করে লেখেন, ‘আমার পছন্দের তারকাদের এভাবে দেখার মজাই আলাদা।’ আদর্শ আনন্দ লেখেন, ‘এই জুটি দারুণ!’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *