খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছে পর্নফিল্মের শুটিং, বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ।

পর্ন-কাণ্ডে মুম্বইয়ের পর এবার শিরোনামে উঠে এল কলকাতার নামও। খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছে পর্নফিল্মের শুটিং। বৃহস্পতিবার হাতেনাতে নিউটাউনের এক তিন তারা হোটেল থেকে গ্রেফতার হয়েছে নীল ছবির নায়িকা নন্দিতা দত্ত।

এবার তদন্তে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। শহরের মাঝে ব্যস্ত বালিগঞ্জের একবাড়িতেই নাকি সেইসব পর্নফুল্মের শ্যুটিং হত।

রাজ কুন্দ্রার পর্নফিল্ম কাণ্ড নিয়ে এমনিতেই নেটদুনিয়াজুড়ে শোরগোল। আর তার মাঝেই পর্দাফাঁস হল কলকাতার পর্নোগ্রাফি চক্রের। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছে মূল দুই অভিযুক্তকে।

তার মধ্যে একজন নীল ছবির ফটোগ্রাফার মৈনাক ঘোষ। আরেকজ নায়িকা নন্দিতা, যিনি বন্ধুমহলে ন্যান্সি নামেই পরিচিত। উল্লেখ্য, নিউটাউন থানায় পুলিশ ধৃত এই দুজনকে জেরা করতেই নাকি বালিগঞ্জে শ্যুটিংয়ের তথ্য উঠে আসে।

এদিকে বালিগঞ্জে শ্যুটিংয়ের কথা জানতে পেরেই পুলিশ হানা দেয় গড়চা এলাকার ওই বাড়িতে। বাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পর্নফিল্মের শ্যুটিংয়ের সময় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি এবং ক্যামেরা। শোনা যাচ্ছে, ধৃতদের সঙ্গেই বাড়ির মালিককে মুখোমুখি বসিয়ে জেরা করার প্ল্যান রয়েছে পুলিশের।

মুম্বইয়ের পাশাপাশি যে খাস শহর তিলোত্তমাতেও একই অপরাধচক্র মাথা চাড়া দিয়ে ব্যবসা ফেঁদে বসেছিল, তা হয়তো কেউ ঠাহরও করতে পারেনি। সূত্রের খবর, ধৃত নন্দিতা ও মৈনাক বহুদিন ধরেই পর্নোগ্রাফি চক্রের সঙ্গে যুক্ত।

পাশাপাশি উঠতি মডেলদেরও এই কাজে আনার চেষ্টা করতেন বলে জানা গিয়েছে। সম্প্রতি নিউটাউন থানায় দুই তরুণী অভিযোগ দায়ের করেন যে, মডেল শ্যুটের আশ্বাস দিয়ে এক তিন তারা হোটেলে তাঁদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার পরিবর্তে তাঁদের দিয়ে পর্নফিল্মের শ্যুটিং করানো হয়। এরপরই তদন্তে নামে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*