নুসরত জাহান, গ্ল্যামার দুনিয়ার হেডলাইনের পার্মানেন্ট সদস্য হয়ে গিয়েছেন। বিতর্কের কারণে হোক, অথবা তার নতুন গ্ল্যামারাস লুক, হেডলাইনে তিনি থাকবেনই। অবশ্য তার পাবলিক ডিমান্ডও অনেক বেশি। একমাত্র শ্রাবন্তী চ্যাটার্জী ছাড়া তাকে টক্কর দেয় কার সাধ্য।
নুসরত আবারো লাইম লাইটে এসেছেন। না, এবার কোনো নয়া বিতর্কের কারণে নয়, বোল্ড লুকের কারণে ভাইরাল তিনি। নিজের রূপ মাধুর্য্য দেখিয়ে ভরা শীতেও উষ্ণতার ছোঁয়া এনে দিয়েছেন নুসরত। পোশাক যাই হোক না কেন, সবেতেই লাস্যময়ী লাগে তাকে। দূর্দান্ত ফিগার আর উষ্ণ লুকে যেকোন পুরুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিতে পারেন এই কামিনীকাঞ্চনা।
সম্প্রতি তার হট অ্যান্ড বোল্ড লুক সামনে এসেছে। ইনস্টাগ্রামে নয়া লুকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম ভিডিওতে এক্কেবারে বোল্ড লুকে শীতের ঠান্ডা আবহাওয়া দূরে সরিয়ে ভরা বৈশাখ এনে দিয়েছেন নুসরত। মডার্ন বোল্ড লুক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
এবার তিনি সেজেছিলেন সম্পূর্ন নয়া রূপে। সিলভার আউটফিটে নিজের ফিগার শো করার কোনো সুযোগ হাতছাড়া করেননি তিনি। তার ছবি আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্লেট গ্রে রঙের কর্সেট স্টাইল কুর্তার ওপর আয়নক্স ব্লু ডিটেলিং তার লুককে আরো পরিণত করেছে।