ক্রিকেট কেরিয়ার শেষ করার হুমকি দিচ্ছেন সাবেক স্ত্রী, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের বক্তব্যে জয়ী হলেন ভারতীয় ক্রিকেটার।
আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটারের বিরুদ্ধে কোনও রকম নিন্দাজনক মন্তব্য করতে পারবেন না শেখরের স্ত্রী আয়েষা। ব্যক্তিগত মেসেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট-সব জায়গাতেই শেখরের বিরুদ্ধে কোনও মন্তব্য করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
দশ বছরের বড় অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েষার সঙ্গে ২০১২ সালে বিয়ে করেন শেখর। তাদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েষার আগের পক্ষের দুই কন্যাকে দত্তক নেন ধাওয়ান। গত বছর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তিন সন্তানকে নিয়ে আপাতত মেলবোর্নে থাকেন আয়েষা।