সম্প্রতি বাংলা টেলিভিশন জগতের অতি জনপ্রিয় একটি মুখ হল সোনামনি সাহা। এই নামে তাঁকে মানুষ না চিনলেও মোহর নামে তাঁকে অধিকাংশ মানুষ যে চেনে তা আর বলার অপেক্ষা রাখেনা।
স্টার জলসার পর্দায় ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই তাঁর জনপ্রিয়তা পাওয়ার শুরু। এর আগেও তাঁকে স্টার জলসারই ‘দেবী চৌধুরানী’ নামের একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল।
তবে, ‘মোহর’ সিরিয়াল করে তিনি অল্প দিনের মধ্যেই দর্শকদের চোখে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ১৭ বছর বয়সে মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করে সোনামনি। এরপর একসময় টেলিভিশনে সুযোগ পায়।
আর তারপরই নিজের দক্ষতায় গড়ে তোলে নিজের পরিচিতি। সম্প্রতি সোনামনি নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে একটি ভিডিও।
যেখানে অভিনেত্রীকে ক্যামেরার সামনেই পোশাক বদলে নিতে দেখা যাচ্ছে। প্রথমে তাঁর পরণে রয়েছে সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের একটি ড্রেস। আর তারপরই পোশাক বদলে একটি শর্ট ড্রেসে দেখা যাচ্ছে। কানে বড় দুল, টেনে বাধা চুল ও নুড মেকাপে সোনামনির এই লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
পোশাক বদলানোর সঙ্গে ব্যাকরাউন্ডে বাজছে ‘বাদশা’ র গাওয়া গান। বরাবরই শাড়ি, সালোয়ার এসব লুকেই দেখা যায় সোনামনিকে। তবে, সম্প্রতি তাঁর হট লুকের ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।