ক্যাটরিনার সাথে হোটেলে এক রাত কাটাতে ১৪ লাখ রুপি লাগবে

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের সানাই শুধু বাজার অপেক্ষা। অথচ এখনো এ বিষয়ে একটি কথাও বলেননি তাঁরা। তাতে অবশ্য কথা আটকে থাকছে না, বলিউডের এই প্রেমিকযুগলের বিয়ে ঘিরে হরহামেশাই নেট দুনিয়ায় উঠে আসছে নানান খবর। এই যেমন জানা গেছে, বিয়ের আগে অত্যন্ত বিশেষ দুটি স্যুটে রাত কাটাতে চলেছেন তাঁরা।

জানা গেছে, রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টের সবচেয়ে দামি স্যুটে থাকবেন এই হবু দম্পতি। রাজা মান সিং স্যুটে রাত কাটাবেন ভিকি। আর ক্যাটের জন্য বুক করা হয়েছে রানি পদ্মাবতী স্যুট। এই বিশেষ স্যুটে এক রাত কাটাতে খরচ ৭ লাখ রুপি। তাই ভিকি আর ক্যাটরিনাকে এক রাতের জন্য মোট ১৪ লাখ রুপি খরচ করতে হবে।

ভিকি আর ক্যাটের স্যুট দুটির সঙ্গে লাগোয়া বাগান আর সুইমিংপুল আছে। আর এখান থেকে আরাবল্লি পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। ভিকি আর ক্যাটের স্যুট বুক হওয়ার পর সেগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এই সমগ্র জায়গাজুড়ে বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। বিনা অনুমতিতে এখানে একটা মাছি পর্যন্ত গলতে পারবে না বলে জানা গেছে।

বিশেষ ওই দুটি স্যুট ছাড়াও এই হোটেলে ৪ লাখ রুপির আরও বেশ কিছু স্যুট বুক করা হয়েছে। পরিবার এবং আত্মীয়-পরিজন নিয়ে ৬ ডিসেম্বর হোটেলে চেকইন করবেন ভিকি আর ক্যাটরিনা। আর চেকআউট করবেন ১১ ডিসেম্বর।

বিয়ের সাজসরঞ্জামসহ নানান দায়িত্ব ছয়টি ভিন্ন সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এরা ফুল, সাজসজ্জা, নিরাপত্তা, যানবাহন, খাবারদাবার আর জঙ্গল সফরসহ নানান দিক সামলাবে। সুরক্ষাব্যবস্থার জন্য ১০০ বাউন্সার ৫ ডিসেম্বর সোয়াই মাধোপুরের পৌঁছে যাবেন। তাঁদের জন্য মীনা ধর্মশালা বুক করা হয়েছে। ভিআইপি অতিথিদের সুরক্ষার জন্য রাজস্থান পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে।

৯ ডিসেম্বর ভিকি আর ক্যাটরিনা মালাবদল করে হিন্দুরীতি অনুযায়ী বিয়ে করবেন। বিয়ের পরের দিন, অর্থাৎ ১০ তারিখ এই হবু তারকা দম্পতি তাঁদের বিশেষ অতিথিদের জন্য এক বিশেষ আয়োজন রাখবেন বলে খবর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *