৯০- এর দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন রবিনা ট্যান্ডন। একাধিক অভিনেতার বিপরীতে ছবি করেছেন তিনি। এখনও তাঁকে দেখা যাচ্ছে অভিনয় জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। নিজের পুরোনো প্রেম নিয়ে তেমন তিনি মুখ খুলেছেন ঠিক তেমনই তিনি মুখ খুলেছেন অভিনয় জগত নিয়েও।
রবিনা ট্যান্ডনের সময়কার অভিনেত্রী কারিশমা কাপুর। একসঙ্গে অভিনয় করতেও দেখা গিয়েছে তাদের। অথচ এই অভিনেত্রীর সাথে নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলই না রবিনা ট্যান্ডনের। সামাজিক মাধ্যমে তাঁদের দেখা হলেও কখনই সুসম্পর্ক ছিলনা বলেই জানিয়েছেন অভিনেত্রী।
তবে উর্মিলার সাথে যে অভিনেত্রীর ভালো সম্পর্ক ছিল সে কথা স্বীকার করেছেন তিনি। এমন কি তাঁরা নাকি একসাথে যেতেন হোলি পার্টিতে। এমনকি জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, শিল্পা শেঠি, শ্রীদেবী, কাজল, রানি মুখার্জি, নীলম এবং মনীষা কৈরালার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল রবিনা ট্যান্ডনের।
যদিও একটা সময় অভিনেত্রী রবিনা ট্যান্ডন নাম না করেই এক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘আমার কারণে এক অভিনেত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন’। যদিও সে সময় কারোর নাম করেননি তিনি। তবে এবার তিনি প্রকাশ্যে জানিয়েই দিলেন কারিশমা কাপুরের সাথে কখনও বন্ধুত্ব হয়নি তাঁর।