কোটিপতি মনে হলেও আসলেই এটা ভুল, নিজের টাকায় একটি বাড়ি কেনারও ক্ষমতা নেই এই তারকাদের-থাকেন ভাড়া বাড়িতে!

বলিউড তারকারা এক একটি ছবি থেকে যে পরিমাণ টাকা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন তা জানলে অবাক হতে হয়। তাদের বিলাসবহুল লাইফ স্টাইল, দামি গাড়ি, ভ্যানিটি ভ্যান, দামী পোশাক আশাক সবই নজর কাড়ে। এমনকি তারা যে বাড়িতে থাকে সেটা দেখলেও ঘুরে যাবে মাথা।

তবে জানেন কি বলিউডের এই তারকাদের একটা বড় অংশের মুম্বাইতে নিজের বাড়িই নেই। তার বদলে তারা প্রতি মাসে মোটা অংকের টাকা দিয়ে ভাড়া থাকেন। এক নজরে দেখে নিন তাদের তালিকাটি। বিয়ের পর মুম্বাইয়ের একটি বিলাসবহুল জায়গাতে ভাড়া বাড়িতে সংসার পেতেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।

প্রভাদেবী টাওয়ারের যে ফ্ল্যাটে এবং রণবীর থাকেন তার জন্য প্রতিমাসে মোটা টাকা ভাড়া দিয়ে থাকেন রণবীর। এখানে থাকার জন্য প্রত্যেক মাসে খরচ হয় ৭.২৫ লক্ষ টাকা। মুম্বাইতে তাদের আসল বাড়ি নেই এখনও।

গত বছরই নতুন সংসারে প্রবেশ করেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বিয়ের আগেই তারা জুহুর একটি বিলাসবহুল ফ্ল্যাট‌ ভাড়া নিয়ে নিয়েন। বিয়ের পর সেখানেই গড়ে উঠেছে তাদের সুখের সংসার। ৭ মাসের জন্য এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন ভিকি এবং ক্যাটরিনা। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাদের ৮ লক্ষ টাকা করে ভাড়া দিতে হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *