কেন নায়িকারা কাজ করতে চাইতেন না মিঠুনের সাথে জানালেন নিজেই

কথাতেই আছে জীবনের পথটা খুব কঠিন। সাফল্য খুব সহজে আসে না। এই কথার অন্যথা হয়না অভিনেতা-অভিনেত্রীদের জীবনেও। যারা এই মুহূর্তে সফল অভিনেতা এবং অভিনেত্রী হয়ে উঠেছেন তাদের জীবনের অতীত-এর ব্যাপারে খোঁজ নিলে দেখা যায় অনেক ওঠানামার গল্প।

এই সাফল্য কখনো একদিনে আসেনি। হাজার হাজার বাধা বিপত্তি অতিক্রম করে তাদের কাছে এসেছে এই সাফল্য। এই একই গল্প থেকে বাদ যায় না অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) জীবন কাহিনীও।

একটা সময় যখন টলিউড এবং বলিউডের সিতে অভিনয়-এর মাধ্যমে নিজের জায়গা করার জন্য অভিনেতা স্বপ্ন দেখছেন ঠিক সেই সময় তার জীবনে এসেছিল একাধিক বাধা-বিপত্তি।

অভিনয়ের স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে তার জীবন কাহিনীতে কঠোর পরিশ্রমের দিকটি তুলে ধরতে গিয়ে তিনি জানিয়েছেন তার জীবনের কঠিন পরিশ্রমের দিনগুলির কথা।

এক সাক্ষাৎকারে অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে কাজের প্রথমদিকে তার হাতে প্রচুর কাজ এলেও তার সাথে কোন অভিনেতা অভিনেত্রী কাজ করতে চাইতেন না।

এর সাথে তিনি আরও জানিয়েছেন তখনকার কথা তিনি আর এই মুহুর্তের টেনে আনতে চান না। সেই সময় মিঠুন চক্রবর্তীর কানে অনেক কথাই আজ তো। মিঠুন চক্রবর্তীর অন্যান্য প্রতিদ্বন্দ্বি অভিনেতারা চাইতেন না অভিনেত্রীরা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করুক।

যদিও সহ অভিনেতাদের এরকম অদ্ভুত ব্যবহারের কারণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছে আজও অজানা রয়েছে। তবে সেই সময়ে আমার মন ভেঙে বরাবরই দাঁড়িয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সে কথা তিনি জানিয়েছেন নিজে মুখেও। এর কিছুদিনের মধ্যেই তার মাথায় উঠেছিল সুপারস্টারের মুকুট।

এর পরে অবশ্য মিঠুন চক্রবর্তীকে আর কখনোই পিছনে ঘুরে তাকাতে হয়নি। এর পরবর্তী সময়ে সাফল্যের গল্প দর্শকদের সকলেরই জানা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন সকলকে।

বক্স অফিস সবসময় হাউসফুল থেকেছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর জন্য। মৃগয়া থেকে যাত্রা শুরু করে আজও একই ভাবে সেই দাপটের সাথে অভিনয় করে চলেছেন টলিউড এবং বলিউডের দুই ইন্ডাস্ট্রিতেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*