বলিউড তারকাদের দিকে সারাক্ষণ নেটিজেনদের কড়া নজর থাকে। তাঁরা কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন- সব কিছু জানা চাই তাঁদের। সম্প্রতি যেমন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এবং সারা আলি খানের সমুদ্র স্নানের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে চর্চা।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখা বরুণ যে বিবাহিত তা কারোর অজানা নয়। দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে অভিনেতা গাঁটছড়া বেঁধেছেন বছর খানেক হল। কিন্তু এর মধ্যেই বৌ’কে ফেলে বলি সুন্দরী সারা আলি খানের সঙ্গে তাঁর সমুদ্রস্নানের ‘ঘনিষ্ঠ’ ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
বরুণ এবং সারা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। নিজেদের কাজ, ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন দু’জনে। সম্প্রতি দু’জনেই তাঁদের সমুদ্র স্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে দেখাঁ গিয়েছে, খালি গায়ে রয়েছেন অভিনেতা। অপরদিকে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের একটি বিকিনি।
‘জুড়ওয়া ২’ জুটিকে একসঙ্গে যে বেশ ‘হট’ লাগছিল তা অস্বীকার করার কোনও উপায় নেই।
কিন্তু তাঁদের এই ছবি দেখেই নানান ধরণের কটাক্ষ শুরু করে দিয়েছেন নেটিজেনরা। কেউ বরুণকে তাঁর বৌ নাতাশার কথা বলে খোঁচা মেরেছেন। কেউ আবার অভিনেত্রীর চর্চিত প্রেমিক তথা ক্রিকেটার শুভমন গিলের প্রসঙ্গ টেনে এনেছেন।