কিয়ারা-সিদ্ধার্থ এর প্রেম কাহিনী হল সার্থক, দিল্লিতেই হতে চলেছে তাদের বিয়ে-জানুন কবে হবে ওয়েডিং!

ফের বিয়ের সানাই বলিউডে! কেএল রাহুল আর আথিয়া শেট্টির বিয়ের হ্যাংওভার কাটতে না কাটতেই শুরু হয়ে গেল সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানির বিয়ে নিয়ে চর্চা। খবর রয়েছে, ৬ ফেব্রুিয়ারি হবে শুভ কাজ। তার আগে রয়েছে মহেন্দি-সংগীত। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে নিয়ে গুঞ্জন দিন দিন বাড়ছে!

মঙ্গলবারই অভিনেত্রীকে মণীশ মলহোত্রার বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছিল। সম্ভবত, বিয়ের পোশাকের লাস্ট মিনিট ফিটিংসের জন্যই গিয়েছিলেন সেখানে। আর এখন সিদ্ধার্থ গিয়েছেন নিজের হোমটাউন দিল্লিতে। মনে করা হচ্ছে, পরিবারের সঙ্গে বিয়ের আগে সময় কাটাতে গিয়েছেন। সঙ্গে দেখে নিতে চান প্রস্তুতিও কতদূর এগিয়েছে।

ই-টাইমসের প্রতিবেদন অনুসারে ৪-৫ ফেব্রুয়ারি হবে সিদ্ধার্থ আর কিয়ারার প্রাক বিবাহ অনুষ্ঠান। যেমন মহেন্দি, সংগীত আর হলদি। তাঁরাও ক্যাটরিনা ও ভিকি কৌশলের মতো রাজকীয় বিয়ে করতে চলেছেন রাজস্থানে। ইতিমধ্যেই বুক করে নেওয়া হয়েছে রাজস্থানের একটি বিলাসবহুল সম্পত্তি। তবে দুই তারকাই চেষ্টা করছেনম ব্যাপারটা যতটা সম্ভব গোপন রাখা যায়।

সূত্রের মতে, ‘বিয়ের অনুষ্ঠান জয়সলমীর প্যালেস হোটেলে হওয়ার কথা। যা উচ্চ নিরাপত্তায় মোড়া একটি জমকালো অনুষ্ঠান হতে যাচ্ছে। বলিউডের বড় বড় বিয়ের ক্ষেত্রে আজকাল যেমনটা দেখা যাচ্ছে আর কি! সিড-কিয়ারার বিয়েতেও গোপনীয়তা বজায় রাখার জন্য থাকবে কড়া বন্দোবস্ত।’ সঙ্গে শোনা যাচ্ছে ৩ ফেব্রুয়ারিই নিরাপত্তারক্ষীদের একটা বড় দল রওয়ানা দেবে রাজস্থানে জয়সলমীরে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *