বলিউডের বচ্চন পরিবারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই পরিবারের সদস্য থেকে তাদের ঐতিহ্য সবই বারংবারই নজর কেড়েছে মানুষজনের। আর তারই মাঝে রয়েছে বচ্চন ঘরণীর মেজাজ। তার মেজাজের তল পাওয়া বেশ কঠিন ব্যাপার। জয়া বচ্চন যে কখন রেগে যান তা বোধহয় স্বয়ং ভগবানেরও অজানা। মাঝে মধ্যেই সাংবাদিকদের তার রোষের মুখে পড়তে হয়। আর এবার ছেলের অভিনয় মা দেখবেন না বলেই জানিয়েছেন।
কিন্তু বিষয়টি কি? হঠাৎ আবার অভিষেকের উপর কি কারণে ক্ষেপলেন জয়া তাই ভাবছেন নিশ্চই? আসলে জয়ার প্রিয় পাত্র হলেন অভিষেক। এমনকি মা-বাবা উভয়ের সঙ্গেই অভিষেকের বেশ ভালো সম্পর্ক রয়েছে। সম্প্রতি মুক্তি পেতে চলেছে অভিষেক অভিনীত সিরিজ ‛ব্রিদ’। তবে, তার এই সিরিজটি মা কিছুতেই দেখতে চান না। কেননা তার কাজ দেখার চেয়ে সংসদে যাওয়া নাকি বেশি পছন্দ তার মায়ের।
তবে, কেন অপছন্দ তার কারণ অভিষেক নিজেই জানিয়েছেন। যারা এই ‛শ্যাডো’ সিরিজটি দেখেছেন তারা জানেন যে, এটি থ্রিলার জরের একটি সিরিজ। অভিষেকের চরিত্রটি যেখানে একেবারেই ধূসর। আর জয়া বচ্চন অতিরিক্ত হিংসা, ধূসর জিনিস একেবারেই পছন্দ করেনা।
এই প্রসঙ্গে অভিষেক আরও বলেছেন যে, ‛আমরা যে একটা টানটান গল্প বানিয়েছি তার প্রমাণ হলো মা সেটিকে দেখতে চায়নি। আমার মা হিংসা একেবারেই পছন্দ করেন না। তার বদলে সংসদে যাওয়া বেশি পছন্দ করেন। কারণ সেখানে এসব হয়না’।