সুন্দরী হট নায়িকা উর্বশী রাউতেলা। ইতিমধ্যেই বলিউডে বেশ কতগুলি ছবি করে ফেলেছেন তিনি।
২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন এ নায়িকা। সব সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন উর্বশী।
সম্প্রতি কালো ভেলভেটের পোশাকে বেশ কয়েকটি ফটশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তবে এ পোশাক দেখে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
কালো পোশাকে জৌলুস তো তিনি ছড়িয়েছেন, কিন্তু উন্মুক্ত ছিল ঊর্বশীর উরু। তাতে কটাক্ষের মুখেও পড়তে হল অভিনেত্রীকে।
নেটিজেনরা কেউ কেউ ঊর্বশীকে ‘নির্লজ্জ’ বলতেও ছাড়েননি। অনেকের প্রশ্ন, ম্যাডাম আপনার বাকি পোশাক কোথায়?
তবে এ তো গেল নিন্দুকদের কথা। ফ্যাশন প্রিয় মানুষরা কিন্তু ঊর্বশীর এই সাহসী পোশাকে মুগ্ধ।
Leave a Reply