যতদিন যাচ্ছে বাংলা ছবি এক আলাদা দাবি রাখছে সমস্ত দর্শকদের কাছে ।প্রসার ঘটেছে বাংলার ইন্ডাস্ট্রির তবে এর কারিগর হিসেবে শুধু যে পরিচালক রা আছেন তা কিন্তু একেবারে নয় ।
এতে অবদান অনেকটাই বাংলার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর । বলাবাহুল্য বিশেষ করে অভিনেত্রীদের লাস্যময়ী রূপ এর সৌন্দর্য তে রীতিমতো পাগল হয়ে থাকে দর্শকরা ।
আর অভিনেত্রীর কথা বললে সোহিনী সরকারের নাম না বললেই নয়। টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী রীতিমতো তোলপাড় করেছে দর্শকমহলে একাংশ ।একের পর এক বাংলা ছবির মাধ্যমে মন জিতে নিয়েছেন তিনি ।নতুন-পুরনো প্রায় সব রকম চরিত্রে মানানসই সোহিনী চক্রবর্তী ।
অভিনয় জগৎ তো বটেই তার সাথে সাথেতোলপাড় করে তুলেছেন গোটা সোশ্যাল মিডিয়াকে । কারণ অভিনয় জগতের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিমান সক্রিয় ।
মাঝে মধ্যে বিভিন্ন ছবি এবং ভিডিও ব্যবহার করে তিনি রীতিমতো ঘুম উড়িয়ে দেন তরুন প্রজন্ম-এর বুকে । তরুন প্রজন্মের কাছে এক জাতীয় ক্রাশ বললে খুব একটা ভুল হবেনা।
সেই সোহিনী সরকারকে পুনরায় আবার নিজের রুপে দেখা গেল । অর্থাৎ তিনি সোশ্যাল মিডিয়াতে যেমনভাবে মাঝেমধ্যে এসে ঘুম পরিয়ে দেয় ঠিক তেমনি করলেন আরো একবার দেখা গেলো ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে । সেখানে দেখা যায় কালো রঙ্গের শর্ট একটি পোশাকে সোহিনী সরকার কে এবং তারই মাঝে ডিপ ক্লিভেজ এ উঁকি মারছে বক্ষযুগল । আবেদনময়ী সেই ছবিটি ঘিরে দেখা গেছে চরম উত্তেজনা । বেড়ে চলেছে উষ্ণতার পারদ । মুহুর্তের মধ্যে দখল করেছে খবর শিরোনাম পুনরায় ।
Leave a Reply