বলিউডের অন্যতম অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নিয়েছে নেহা শর্মা। তিনি মূলত বিহারের বাসিন্দা।বেশ কিছু তামিল ও হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ লকডাউনে যেমন অনান্য অভিনেতা-অভিনেত্রীরা গৃহবন্দি হয়েছেন, তেমনি নেহা শর্মা ও দীর্ঘদিন ধরে গৃহবন্দি হয়েছিলেন এই লকডাউনে। সবকিছু স্বাভাবিক হয়ে যাবার পর আবারও সিনেমা জগৎ নিজেকে সামলে নিতে চাইছে।
আগামী বেশ কিছু কাজের পাশাপাশি গত বছরের একটি স্মৃতি রোমন্থন করতে দেখা গেল অভিনেত্রীকে। গত বছর থেকেই সময় তিনি বেড়াতে গিয়েছিলেন হাওয়াই দ্বীপে।
সেখানে তুলেছিলেন বেশ কিছু ছবি। সেই ছবিতে তাকে দেখতে লাগছিল অপূর্ব।কালো বিকিনি পরিহিত ছবিগুলি আজ স্মৃতি ছাড়া অন্য কিছু নয়।
ফেসবুক অথবা ইনস্টাগ্রাম মাঝে মাঝেই মনে করিয়ে দেয় আমাদের পুরনো দিনের কথা। যে কথা হয়তো আমাদের কোনো দিন মনে থাকতে না, সে কথা মনে করিয়ে দেয় আমাদের সোশ্যাল মেডিয়া।
তাই সোশ্যাল মিডিয়ার হাত ধরে আরো একবার সকলকে নিয়ে গেলেন হাওয়াই দ্বীপে নেহা শর্মা। যেখানে তিনি ঠিক এক বছর আগে আনন্দ করে এসেছিলেন বন্ধু-বান্ধবদের সঙ্গে।
Wow! Finally I got a website from where I can truly get helpful facts regarding my study and knowledge. Gustavo Ailsworth