কালো অন্তর্বাসের ফাঁকে বেরিয়ে এসেছে যৌবন , শরীর দেখিয়ে ভাইরাল ‘চরিত্রহীন’ নায়িকা ।

বেশ কিছু বছর ধরেই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বে। বাংলা ওয়েব সিরিজগুলোও সর্বসমক্ষে বহুল জনপ্রিয়। ঠিক তেমনই একটি ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ প্রথম অভিনয় করেছিলেন বর্তমান হট ডিভা নয়না গাঙ্গুলি।

খোলামেলা দৃশ্যে অভিনয় করার পর দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। যতটা খোলামেলা পোষাকে অভিনয় করা দরকার, ততটা দারুণ ভাবে অভিনয় করে তাঁর ট্যালেন্ট প্রদর্শন করেছেন তিনি ইতিমধ্যেই।

সম্প্রতি আরও একবার সাহসী পোষাকে দেখা গেল তাঁকে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের সাহসী ছবি পোস্ট করে ঘুম উড়িয়েছেন তিনি অনেকের। খোলা বক্ষের উম্মুক্ত খাঁজ-সহ ডেনিম টি-শার্ট পরে ছবি দিয়েছেন তিনি। এমনকি অন্তর্বাসও পরনে ছিল না তাঁর।
আবার অন্য একটি সাদা-কালো ছবিতে আলো-আঁধারিতে সাদা ব্রা-এর উপর দিয়ে স্তন যুগল বেরিয়ে আসতে চাইছে।

হট-সেক্সি লুকের জন্য এমনিতেই তিনি বেশ জনপ্রিয়, এবার এই সমস্ত ছবি দেখে তাঁর ভক্ত সংখ্যা যে ঝড়ের গতিতে বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই।

উল্লেখ্য, সদ্য রিলিজ হওয়া হইচই-এর ‘চরিত্রহীন-৩’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় ক্ষমতা দারুণ ভাবে প্রজ্জ্বলিত হয়েছে, এরপর এই সমস্ত সাহসী পদক্ষেপে দারুণ ভাবে লাইমলাইটে এসে গেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*