কার সঙ্গে ডেটে গেলেন সারা, বয়ফ্রেন্ড শুভমন গিল নন!

সোশ্যাল মিডিয়ায় বিটাউনের নায়িকাদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই শচীনকন্যা সারা। এমনকি তাঁর ফলোয়ারও বলিউডের অনেক নায়িকাদের থেকে বেশি।

টিম ইন্ডিয়ার তরুণ ওপেনিং ব্যাটার শুভমন গিল তাঁর ব্যাটিং স্কিলের জন্য প্রশংসিত। গিল যতটা বিখ্যাত তাঁর ব্যাটিংয়ের জন্য, ততটাই তাঁর লুকের কারণেও তিনি জনপ্রিয়। শুভমন গিলের রিলেশনশিপ স্ট্যাটাস ঘিরে শোনা যায় নানা গুঞ্জন। সূত্রের খবর শচীনকন্যা সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

যদিও দুজনেই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে দুজনেই সামাজিক মাধ্যমে একে অপরের স্ট্যাটাসে মন্তব্য করেন। সেখান থেকেই ছড়িয়েছিল তাঁদের প্রেমের খবর।

সম্প্রতি সারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কয়েকটি ছবি। সেই ছবিতে তিনি জানিয়েছেন যে, তিনি কারোর সঙ্গে ডেটে গেছেন। ঐ ছবিতে দেখা যাচ্ছে সারা একজনের হাত ধরে রয়েছেন।

সেই হাতটি শুভমনের নয়, তাহলে কার সঙ্গে ডেটে গেছেন সারা। জানা যায় সারা তাঁর বেস্ট ফ্রেন্ড কণিকা কাপুরের সঙ্গে ডেটে গিয়েছিলেন। ইতিমধ্যেই ভাইরাল সারার সেইসব ছবি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *