কাজের সেটে প্রথম দেখাতেই হয়েছিল প্ৰেম, তারপর অভিনেত্রী রানী’কে পেতে কি কি বাজে কাজ করেছিলেন আদিত্য-জানলে অবাক হবেন!!

২১ মার্চ। ৪৫ বছরে পা রাখলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বলিউডের সুপরিচিত অভিনেত্রী এবং অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ২০১৪ সালে যশ রাজ টেলিফিল্মস প্রযোজক আদিত্য চোপড়ার বিবাহবন্ধনে আবদ্ধ হন রানি। এটি ছিল আদিত্যর দ্বিতীয় বিয়ে আর রানির প্রথম। অভিনেত্রীর জন্মদিনে ফিরে দেখা যাক তাঁদের লাভ স্টোরিটা কেমন ছিল।

মুজসে দোস্তি করোগে’-এর শ্যুটিং সেটে প্রথম আদিত্যকে দেখেছিলেন রানি। নেহা ধুপিয়ার চ্যাট শো ‘বিএফএফ উইথ ভোগ’-এ একথা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করছিলেন আদিত্য চোপড়া। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই বেড়ে গিয়েছিল ‘বীর জারা’ ছবির শ্যুটিং চলাকালীন আদিত্যর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন রানি।

আদিত্যর বাবা-মা যশ চোপড়া এবং পামেলা চোপড়া রানি-আদিত্যর ঘনিষ্ঠতার কথা জানতে পেরে খানিক বিরক্ত হয়েছিলেন প্রথম দিকে। মূল কারণ ছিল আদিত্য বিবাহিত। রানির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে স্ত্রী পায়েল খান্নাকে ডিভোর্স দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও উপায় ছিল না আদিত্যর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*