বাংলা সিনে জগতে এক পরিচিত মুখ পাওলি দাম। শুধু টলিউড নয়, বলিউডে কাজ করেও সাহসী দৃশ্যে তার অভিনয়ের দক্ষতা নজর কেড়েছে দেশবাসীর। এই নিয়ে নানা কটাক্ষ, তির্যক মন্তব্য উঠে এলেও তাতে বেশি কর্ণপাত করেননি অভিনেত্রী নিজে। ‘বোল্ড’ তকমা জুটলেও, তাতে আমল দেননি তিনি।
বরং এসব থেকে ইন্ধন খুঁজে নিজেকে আরো বেশি উন্মুক্ত প্রজাপতি করে তুলেছেন এই অভিনেত্রী। আরো বেশি করে লাস্যময়তা ঢেলে দিয়েছেন নিজের অভিনয়ের মাধ্যমে। তবে এবার নিজের এই সাহসী অভিব্যক্তির বিষয়ে মুখ খুললেন তিনি। কিভাবে নিজেকে প্রস্তুত করেন এসব চরিত্রের জন্য, সেই বিষয়টিও খোলসা করলেন এই বঙ্গ সুন্দরী।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে চরিত্রের স্বার্থে এই ধরণের খোলামেলা দৃশ্যে অভিনয় করতে বা নগ্ন হতে বরাবর রাজি তিনি। কাজের ক্ষেত্রে তার ‘লজ্জা’ নেই বলেই জানান অভিনেত্রী। এই সাক্ষাৎকারে তিনি তার উপর দেওয়া নানা তকমা প্রসঙ্গেও মুখ খোলেন।
পাওলি জানান যে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে মানে এই যে তিনি এক পরিচিত মুখ।তার কথায়, “আমাকে এইসব তকমা দেন অনেকেই। তার মানে আমি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। আমাকে সকলে চেনেন। তাই আমাকে নিয়ে সকলে কথা বলছেন।”