রাজ কুন্দ্রার প;র্ন কাণ্ড এবার মুম্বাই থেকে কলকাতায় এসে পৌঁছেছে। নিউটাউন প;র্ন কাণ্ডের মূল দুই পা;ণ্ডাকে আটক করেছে কলকাতা পুলিশ।
figure>
বৃহস্পতিবার দমদম থেকে অভিযু;ক্তদের গ্রে;প্তার করা হয়েছে বলে কমিশনারেট সূত্রে খবর। ধৃ;তদের মধ্যে একজন মডেল, নন্দিতা দত্ত এবং অন্যজন ফটোগ্রাফার মৈনাক ঘোষ।
এদিনই তাদেরকে আদালতে তোলা হয়। দু’জনকে জেল হেফাজতের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
figure>
২৫ জুলাই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন দুই তরুণী। তারা পুলিশকে জানান, মিথ্যা প্রতিশ্রুতি ও কার্যত হুমকি দিয়ে অ;শ্লীল ভিডিও তোলানো হয়েছিল তাদের দিয়ে।
বালিগঞ্জের একটি স্টুডিওতে এই অ;শ্লী;ল ভিডিও তোলা হয় বলে অভিযোগ করেন তারা। প্রথম অভিযোগকারিণীর সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিও তোলার পরে একাধিক প;র্ন সাইট ও মোবাইল অ্যাপে সেগুলি ছড়িয়ে দেওয়া হয়।
figure>
‘নিউ ফ্লি;ক্স’ নামে একটি অ্যাপে এই ভিডিও দেখতে পান দুই তরুণী। এরপর এই অ্যাপের কর্ণধার যশ ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তারা।
তবে তার বক্তব্য, একাধিকবার ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, এই ‘নিউ ফ্লি;ক্স’ নামক অ্যাপটির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত মুম্বাইতে প;র্ন কাণ্ডে গ্রে;প্তার হওয়া রাজ কুন্দ্রা।
figure>
যশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে নিউটাউন থানার সরাসরি অভিযোগ দায়ের করেন দুই তরুণী। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
figure>
Leave a Reply