শেরশাহ জুটির রাস্তব জীবনের প্রেম নিয়ে গত কয়েক বছর কম চর্চা হয়নি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর সেটে নিজেদের সম্পর্কে শিলমোহরও দিয়ে দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। এর মাঝেই দু-দিন আগে কিয়ারা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন বড়সড় সিক্রেট ফাঁস করবেন তিনি।
অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, ‘এত সময় ধরে এই সিক্রেট আর চেপে রাখতে পারছি না…’। তাতে ফ্যানেদের একটা বড় অংশের ধারণা শীঘ্রই বুঝি বিয়ের ঘোষণা সারবেন কিয়ারা। বলিউডেও জোর গুঞ্জন নতুন বছরের শুরুতেই চণ্ডীগড়ে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর। ই-টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এগুলো কেবলই গুজব!
তারকা জুটির এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, ‘এখনও পর্যন্ত বিয়ের তারিখ পাকা হয়নি। শুরুতে বলছিল নভেম্বর, তারপর ডিসেম্বর আর এখন জানুয়ারি’। ‘কফি উইথ করণ’-এর মঞ্চে কিয়ারাকে ভালোবাসার কথা ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন সিদ্ধার্থ, কিয়ারাও ইনিয়ে বিনিয়ে নিজেদের সম্পর্কে শিলমোহর দিয়ে দিয়েছেন। পাশাপাশি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান,
‘দেখা যাক, আমাকে নিজের ক্যালেন্ডারে চোখ বোলাতে হবে। মনে হয় না বিয়ের ব্যাপারটা গোপন রাখা যাবে, জীবনের এত বড় একটা পদক্ষেপ সবাই তো জানবেই’। বিয়ের তারিখ পাকা না হলেও আগামী বছরেই গাঁটছড়া বাঁধতে পারেন সিদ্ধার্থ-কিয়ারা, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। আগামিতে অভিনেত্রীর দেখা মিলবে ‘গোবিন্দা নাম মেরা’য়। এই ছবিতে কিয়ারার নায়ক ভিকি কৌশল, ছবিতে রয়েছেন ভূমি পেদনেকর। আগামী ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি।