কবে বিয়ে করছেন বনি? নিজে মুখেই ফাঁস করলেন বিয়ের সময়! জানুন কি বললেন তিনি

১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখার্জী এবং প্রথম বার প্রযোজিত ছবি ‘ডাল বাটি চুরমা’। ছবির মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বনি। বিয়ের তারিখ নাকি ঠিক হয়ে গিয়েছে বনি-কৌশানির?সেই প্রশ্নের জবাবে বনি বলেন, হ্যাঁ, বয়স তো বাড়ছে। এবার তো বিয়েটা করতে হবে। না তবে তারিখ এখনও নিশ্চিত কিছু বলতে পারব না। আমাদের নতুন ফ্ল্যাটটা এখনও তৈরি হয়নি। ওটা পুরোপুরি তৈরি হয়ে গেলেই বিয়েটা করে ফেলব।

রাজনীতিতে আসা নিয়ে বনি বলেন, এই মুহূর্তে তো না। আগে হয়ে গিয়েছে। তখন এত হাওয়া উঠেছিল তাই একটা ঘূর্ণিঝড়ে পড়ে গিয়েছিলাম। সেই ঝড় থেকে এখন ছিটকে বেরিয়ে এসেছি, আপাতত সিনেমাতেই মন দিতে চাই। আর সত্যি বলতে মাখন লাগিয়ে কাজ করতে পারব না।

প্রযোজক হওয়ার চাপ নিয়ে এই নায়ক বলেন, এখন বুঝতে পারছি বিষয়টা প্রবল চাপের। কিছু জনের চাহিদা মেটানোর জন্য কত যে ভাবতে হয় প্রযোজকদের, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শুটিংয়ের আগে আর শুটিং হওয়ার সময়টা এক রকম। কিন্তু তার পরের বিষয়টা আরও অন্য রকম।

বনি বলেন, কারণ, বড় সংস্থাগুলো সব থিয়েটারের সময় নিয়ে বসে থাকে। এর মাঝে যখন আমাদের মতো ছোট সংস্থারা নিজেদের জায়গা করার চেষ্টা করে, তখন অসুবিধা তো একটু হবেই। নতুন বলে আমরা কারও সঙ্গে ঝামেলাতেও জড়াতে চাই না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *