কখনো বসে আবার কখনো দাড়িয়ে গোটা রাত অনেকের সঙ্গে মজা করে এখনও শরীর ব্যথাঃ ঝুমা বৌদি

ভোজপুরি দুনিয়ায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। তার শরীরী উন্মাদনা সকলকে মাতিয়ে তোলে। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে সকলে ঝুমা বৌদি নামে চেনে। কারণ ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে তিনি ‘ঝুমা বৌদি’ হিসেবে কাজ করেছেন। তিনিই হলেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস (Antara Biswas)। তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিজেকে জনপ্রিয় করতে না পারলেও মুম্বাইতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

হিন্দি ধারাবাহিকে তার অভিনয় জনপ্রিয়। অভিনেত্রী পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের নানান ছবি মাঝেমধ্যে পোস্ট করে থাকেন তিনি৷ সম্প্রতি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার দরুন সেই ছবি ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। আর সেই ছবিতে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া।

যেখানে তাকে দেখা গিয়েছে মাল্টি কালারের প্রজাপতি প্রিন্টেড সরু ফিতের টপে এবং মানানসই ঢিলেঢালা পায়জামায়। তার পোশাকের ফাঁক দিয়ে শরীরী ভাজ দৃশ্যমান হয়েছে। অভিনেত্রীকে দেখা গিয়েছে মানানসই মেকাপে। ঠোঁটে লিপস্টিক ও বাঁধা চুলে আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি। তার বয়স যেনো আরও কমে গিয়েছে। নানান পোজে নিজেকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলি পোস্ট করে মোনালিসা লিখেছেন, সারারাত এত মজা করেছি, হেসেছি যে আমূর চোয়াল এখনও ব্যথা হয়ে আছে। একটা গোটা রাত অনেকের সঙ্গে মজা করেছি। এই এপিসোড দেখার জন্য মোটেই অপেক্ষা করতে পারছি না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*