অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও যে বন্ধুত্ব এতটা নিবিড় থাকে তা হয়তো অনেকেই জানেন না। একে অন্যের ছবিকে টক্কর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও, বাস্তবে কিন্তু ছবিটা একেবারে উলটো। সম্পর্ক এমনই যে একে অন্যের অনেক গোপন তথ্যও জানেন। আর দর্শকও সেই গল্প শুনতে স্বাভাবিকভাবেই পছন্দ করেন।
সম্প্রতি পুরনো একটি ভিডিয়ো আবারও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি টেলিভিশন শোয়ে এসেছেন মিমি। একের পর এক মজার প্রশ্নোত্তর পর্ব চলতে থাকে সেখানে। ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়। এ বিষয়ে নানারকম মন্তব্য থাকলেও, বর্তমানে তা ভেঙে দিয়েছে অনেকেই।
নুসরত, সায়ন্তিকা, তনুশ্রী, শ্রাবন্তী সকলের সঙ্গেই দারুণ বন্ডিং মিমির। একে অন্যের সঙ্গে দেখা-আড্ডা-পার্টি সব চলে তাঁদের। কাটমাণ্ডুতে সেই আন্দাজ সকলেই পেয়েওছে বললেন শাশ্বত। মিমিকে নানা ধরণের প্রশ্ন করতে শুরু করলেন শাশ্বত। উত্তরও দিয়ে গেলেন অভিনেত্রী গুছিয়ে।
এরপরই একে একে রাজ খুলতে শুরু করলেন মিমি। বিশেষ করে ঘুম প্রসঙ্গ উঠতেই একে একে খুলে গেল বোল। “শটের মাঝখানে যেকোনও সময় ঘুমিয়ে পড়তে পারে নুসরত। লাইট-ক্যামেরা-অ্যাকশন বললে হঠাৎ করে ভাবতে শুরু করতে পারে ও কোন সিন যেন হবে এখন। হয়তো ভুলেই গেল যে ও হিরোইন।”