“ও একজন ভীতু মানুষ, ওর সাথে থাকা মানেই বিপত্তি” প্রসেনজিৎ-এর গোপন তথ্য ফাঁস করলেন রচনা!

বাংলার টলিপাড়ায় অতি পরিচিত নাম রচনা ব্যানার্জি। তিনি অবশ্য শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও বেশ পরিচিত। কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।

জি বাংলার জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা নিজের জীবনের একটা বড় সময় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সাথে। দুজনে মিলে বহু ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। কিন্তু প্রসেনজিৎ-র সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন ছিল? তাই নিয়ে মুখ খুলেছেন তিনি।

রচনা বলেন, পর্দায় যিনি দাপুটে হিরো, ব্যক্তিজীবনে তিনি বেজায় ভীতু। অভিনেত্রীর কথায়, সবচেয়ে বেশি ভয় লাগত প্রসেনজিৎ-র সঙ্গে কনসার্ট করার সময়। আবার সেইসাথে কারণটাও বেশ যথেষ্ট মজার। রচনা আরো জানিয়েছেন, কোথাও প্রোগ্রাম থাকলে হাতে অনেকটা সময় নিয়ে বেরোতেন তিনি। গাড়ি কোনোভাবেই ৪০-র ওপরে ওঠানো যাবেনা।

শুধু তাই না, প্রসেনজিতের প্রেস্টিজ পাংচার করে দিয়ে রচনা বলতে থাকেন, যে রাস্তা ৩ ঘন্টায় যাওয়া যায় সেই রাস্তা তিনি ৬ ঘন্টায় যেতেন। এছাড়াও যদি কোথাও অনেক ভক্ত জমায়েত করত তাহলে সেখানে রীতিমত লুকিয়ে থাকতেন অভিনেতা। শেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কথা বলেন সেইকথা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *