থাইস্লিট গাউনে হট লুকে ধরা দিলেন পর্দার পটল। ছবি দেখে কটাক্ষের তীর নেটিজেনদের। কয়েক বছর আগে ‘পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন হিয়া দে । পর্দায় তাঁর অভিনয় ছিল দেখার মতো।
শিশু গায়ক পটলের জীবনের কষ্ট মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন দর্শকরা। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তিনি কিশোরী। তবে তাকে দেখলে যুবতী বলেই মনে হবে।
এরপর জি বাংলার ‛আলো ছায়া’ ধারাবাহিকে আলোর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এমনকি স্টার জলসার পর্দায় ‘ফেলনা’ সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রেও দেখা মিলেছিল তার। তবে, শুধু সিরিয়ালই নয় ‛নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ হিয়া দে । মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের।
সম্প্রতি ছিল হিয়ার ১৪ তম জন্মদিন। আর নিজের জন্মদিনের পার্টিতে একেবারে থাই স্লিট গাউনে ধরা দিয়েছিলেন পর্দার পটল। ইনস্টাগ্রামেই শেয়ার করেছিলেন সেই মুহুর্ত। ওই ভিডিওতে হিয়াকে কখনও বন্ধুদের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে। আবার কখনও নাচতে দেখা যাচ্ছে। কখনও আবার পোজ দিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে।
আর এই ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা একেবারেই মেনে নিতে পারেননি। আর তাইতো একেরপর এক মন্তব্য ছুড়ে দিয়েছেন। আবার অনেকেই হিয়াকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তবে, বরাবরের মতো এবারেও নেটিজেনদের কুমন্তব্যের পাত্তা দেয়নি পটল। বরং নিজের মতো করে সেলিব্রেট করেছেন জন্মদিন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পটলের জন্মদিনের ছবি ও ভিডিও।